শিরোনাম
◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে ◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান থান শোয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সাবেক এ জ্যেষ্ঠ জেনারেল ভিন্নমত দমন ও বিরোধীদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়ে প্রায় দুই দশক দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় ছিলেন।

২০১১ সালে বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও তার ইতিবাচক ভূমিকা ছিল। এর এক দশকের মাথায় শোয়ের উত্তরসূরি মিন অং হ্লাইং ফের মিয়ানমারের ক্ষমতা কবজা করেন। তার হাত ধরে সেনাবাহিনী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির গণতান্ত্রিক সরকারকে উত্খাত করে শাসনভার নেয়। ৮৮ বছর বয়সী শোয়ে ও তার স্ত্রীকে কয়েক দিন আগে রাজধানীর থাইক চংয়ে সেনা মালিকানাধীন একটি চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে।

সাবেক এ জান্তাপ্রধান ও তার স্ত্রীর দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং তারা অন্তত দুই সপ্তাহ হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন হাসপাতালের এক কর্মী। তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য পায়নি রয়টার্স। ক্ষমতাসীন জান্তার স্বাস্থ্য বিষয়ক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

রাজধানীর এক সরকারি কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে হাসপাতালে ভর্তি থান শোয়ের অবস্থা স্থিতিশীল বলে জানালেও তার দেহে করোনা ধরা পড়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি।

অসংখ্য স্বাস্থ্য কর্মী জান্তা-বিরোধী অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মিয়ানমারকে হিমশিম খেতে হচ্ছে। যদিও সেনাবাহিনী এখন টিকাদানের গতি বাড়াতে চেষ্টা করছে। দেশটিতে এখন করোনা ভাইরাসে প্রতিদিন গড়ে ৩০০ জন মারা যাচ্ছে বলে সরকারি হিসাবে দেখা যাচ্ছে; তবে এই সংখ্যাও কম বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়