সুমাইয়া মিতু: [২] বৃহস্পতিবার প্রকাশিত নতুন একটি রিপোর্টে জানা যায়, বহুদিন ব্যাপী এশীয় বিদ্বেষ নিয়ে সমাজ সচেতন মুলক প্রচারণার পরেও বিগত বছরের তুলনায় এ বছরের এশীয় বিদ্বেষের ঘটনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। ইয়ন
[৩] এশীয় বিদ্বেষ বিরোধী সংস্থা “স্টপ এএপিঅই হেইট” ১৯ মার্চ ২০২০ থেকে এ বছরের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই ৯ হাজার ৮১টি এশীয় বিদ্বেষের ঘটনা তালিকাভুক্ত করেছে।
[৪] যুক্তরাষ্ট্রে এশিয়ান-আমেরিকানদের প্রতি শারীরিক নির্যাতন একবছরে ১০.৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৬.৬ শতাংশে পৌঁছেছে। বেশির ভাগ ঘটনাই জনসম্মুখে এবং কর্মক্ষেত্রে হয়ে থাকে বলে জানিয়েছে এই সংস্থা।
[৫] ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এশীয় বিদ্বেষের ঘটনা ৬.৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭.২ শতাংশে পৌঁছেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী