শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারজানা প্রিয়দর্শিনী আফরিন: একজন শিল্পীকে এভাবে প্রকাশ্যে হেনস্থা করতে পারে না কেউ, পারে না একজন অভিনয় শিল্পীকে নিয়ে মিডিয়া ট্রায়াল করতে’!

ফারজানা প্রিয়দর্শিনী আফরিন: পর্নোস্টার সানি লিওনির সাথে এক ইন্টারভিউতে অর্বাচীন প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করে বসেন ‘আপনাকে যদি আমির খান এর সাথে অভিনয় করতে বলা হয়...’ সানি লিওনি কিছুটা সন্ত্রস্ত, কিছুটা কুণ্ঠা নিয়ে আমতা আমতা করে বলেন ‘আমির খান কতো বড় অভিনেতা...তিনি কি আমার সাথে অভিনয় করতে রাজি হবেন...’? আমির খান পরদিনই টুইট করে জানান, ‘সানি লিওনির সাথে অভিনয় করতে পারলে আমি খুশিই হবো...’ এই হলো একজন শিল্পীর প্রকৃত আচরণ, শিল্পীত গর্ব, ব্যক্তিত্বের মুকুট। মানুষকে সম্মান কীভাবে দিতে হয় এ তার নমুনা মাত্র। সানি একজন পর্নোস্টার।
না, তার নাম মুখে নিতে আমির খানের লজ্জা পেতে হয়নি।

সানির সাথে তার নাম জড়ানোয় তিনি বিব্রত হননি, অপমানিত হননি। আর আমাদের দেশে আবুল-কুদ্দুস-খায়ের-শায়ের-খঞ্জনা-মঞ্জনা-আম্বিয়া-জুলেখারা মূলধারার অভিনেত্রী সহকর্মীর দারুণ দুঃসময়ে সংবাদ সম্মেলন করে জানান দেয় ‘আমরা তার সাথে নেই, তার দায়-দায়িত্ব আমাদের নয়’ তারা নসিহত দেয় তাদের সমিতির সদস্যের কীভাবে চলা উচিত ছিলো, কীভাবে নয়। কেউ হাতে হাত ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করে না ‘আমাদের সহকর্মী আইনের চোখে অপরাধী হলে প্রচলিত আইনে তার বিচার হবে, কিন্তু একজন শিল্পীকে এভাবে প্রকাশ্যে হেনস্থা করতে পারে না কেউ। পারে না একজন অভিনয় শিল্পীকে নিয়ে মিডিয়া ট্রায়াল করতে’! কারো সেই বুকের পাটা নেই যে এফডিসির সামনে সবাই অবস্থান নিয়ে নিজেদের নিরাপত্তার দাবি তুলবে দৃঢ় চিত্তে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়