শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারজানা প্রিয়দর্শিনী আফরিন: একজন শিল্পীকে এভাবে প্রকাশ্যে হেনস্থা করতে পারে না কেউ, পারে না একজন অভিনয় শিল্পীকে নিয়ে মিডিয়া ট্রায়াল করতে’!

ফারজানা প্রিয়দর্শিনী আফরিন: পর্নোস্টার সানি লিওনির সাথে এক ইন্টারভিউতে অর্বাচীন প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করে বসেন ‘আপনাকে যদি আমির খান এর সাথে অভিনয় করতে বলা হয়...’ সানি লিওনি কিছুটা সন্ত্রস্ত, কিছুটা কুণ্ঠা নিয়ে আমতা আমতা করে বলেন ‘আমির খান কতো বড় অভিনেতা...তিনি কি আমার সাথে অভিনয় করতে রাজি হবেন...’? আমির খান পরদিনই টুইট করে জানান, ‘সানি লিওনির সাথে অভিনয় করতে পারলে আমি খুশিই হবো...’ এই হলো একজন শিল্পীর প্রকৃত আচরণ, শিল্পীত গর্ব, ব্যক্তিত্বের মুকুট। মানুষকে সম্মান কীভাবে দিতে হয় এ তার নমুনা মাত্র। সানি একজন পর্নোস্টার।
না, তার নাম মুখে নিতে আমির খানের লজ্জা পেতে হয়নি।

সানির সাথে তার নাম জড়ানোয় তিনি বিব্রত হননি, অপমানিত হননি। আর আমাদের দেশে আবুল-কুদ্দুস-খায়ের-শায়ের-খঞ্জনা-মঞ্জনা-আম্বিয়া-জুলেখারা মূলধারার অভিনেত্রী সহকর্মীর দারুণ দুঃসময়ে সংবাদ সম্মেলন করে জানান দেয় ‘আমরা তার সাথে নেই, তার দায়-দায়িত্ব আমাদের নয়’ তারা নসিহত দেয় তাদের সমিতির সদস্যের কীভাবে চলা উচিত ছিলো, কীভাবে নয়। কেউ হাতে হাত ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করে না ‘আমাদের সহকর্মী আইনের চোখে অপরাধী হলে প্রচলিত আইনে তার বিচার হবে, কিন্তু একজন শিল্পীকে এভাবে প্রকাশ্যে হেনস্থা করতে পারে না কেউ। পারে না একজন অভিনয় শিল্পীকে নিয়ে মিডিয়া ট্রায়াল করতে’! কারো সেই বুকের পাটা নেই যে এফডিসির সামনে সবাই অবস্থান নিয়ে নিজেদের নিরাপত্তার দাবি তুলবে দৃঢ় চিত্তে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়