শিরোনাম
◈ দুবাইয়ে বিকৃত যৌনাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে হোটেলের কাছে বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১২

বিদেশ ডেস্ক : পাকিস্তানের কোয়েটা শহরের সেরেনা হোটেলের কাছে এক বিস্ফোরণে দুই পুলিশ নিহত এবং ১২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণে আরও ছয় বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক বিবৃতিতে জানিয়েছেন, তানজিম চকের কাছে ১৫ পুলিশ সদস্যকে বহন কারী একটি গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেল বোমা বিস্ফোরণ ঘটালে এসব হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশেপাশের এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিড)।

প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেছেন, সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত করতে চাইছে আর ভীতি ছড়িয়ে দিতে চেয়েছে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ বেলুচিস্তানে যারাই অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদেরই বিচারের আওতায় আনা হবে।’

হামলার নিন্দা আর হতাহতদের প্রতি শোক জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম জামাল খান বলেন, ‘সন্ত্রাসীরা প্রদেশের শান্তি নষ্ট করতে চায়। আমরা কোনওভাবেই সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেবো না।’ হামলার ঘটনায় দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মুখ্যামন্ত্রী।

এদিকে আলাদা একটি ঘটনায় আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবস সামনে রেখে পাকিস্তানের জাতীয় পতাকা বিক্রি করা একটি দোকানে গ্রেনেড ছোড়া হয়েছে। কোয়েটার সারিয়াব সড়কে এই হামলায় দোকানদার আহত হয়েছে।

মাত্র তিন মাস আগে কোয়েটার সেরেনা হোটেলের পার্কিং লটে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়। তারপর থেকে শহরটিতে নিরাপত্তা কর্মী এবং বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েক জন হতাহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়