শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে হোটেলের কাছে বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১২

বিদেশ ডেস্ক : পাকিস্তানের কোয়েটা শহরের সেরেনা হোটেলের কাছে এক বিস্ফোরণে দুই পুলিশ নিহত এবং ১২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণে আরও ছয় বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক বিবৃতিতে জানিয়েছেন, তানজিম চকের কাছে ১৫ পুলিশ সদস্যকে বহন কারী একটি গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেল বোমা বিস্ফোরণ ঘটালে এসব হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশেপাশের এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিড)।

প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেছেন, সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত করতে চাইছে আর ভীতি ছড়িয়ে দিতে চেয়েছে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ বেলুচিস্তানে যারাই অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদেরই বিচারের আওতায় আনা হবে।’

হামলার নিন্দা আর হতাহতদের প্রতি শোক জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম জামাল খান বলেন, ‘সন্ত্রাসীরা প্রদেশের শান্তি নষ্ট করতে চায়। আমরা কোনওভাবেই সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেবো না।’ হামলার ঘটনায় দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মুখ্যামন্ত্রী।

এদিকে আলাদা একটি ঘটনায় আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবস সামনে রেখে পাকিস্তানের জাতীয় পতাকা বিক্রি করা একটি দোকানে গ্রেনেড ছোড়া হয়েছে। কোয়েটার সারিয়াব সড়কে এই হামলায় দোকানদার আহত হয়েছে।

মাত্র তিন মাস আগে কোয়েটার সেরেনা হোটেলের পার্কিং লটে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়। তারপর থেকে শহরটিতে নিরাপত্তা কর্মী এবং বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েক জন হতাহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়