শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ১২:৩০ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ১২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের চর বাগাট এলাকার ব্রীজটি এখন মরণ ফাঁদ !

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের মধুখালীর বাগাট-নওপাড়া প্রধান সড়কের চর বাগাট নামক এলাকার একটি ব্রীজের আংশিক ভেঙে এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে। এছাড়া যান চলাচলের অনুপযোগী রয়েছে দীর্ঘদিন। ফলে ভোগান্তি এ রাস্তায় চলাচলকারীরা। স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট বিভাগের কেউ এগিয়ে আসেনি ব্রীজটি সংস্কার বা যানচলাচলের উপযোগী করতে।

[৩] দেখা যায়, বাগাট-নওপাড়া রাস্তায় একটি ব্রীজের আংশিক ভেঙে আছে। পাঁশ দিয়ে জনসাধারনণ পায়ে বা বাইসাইকেল, মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারলেও ট্রাক, মাইক্রোবাস, অটো বা চার চাকার কোন যানবাহন চলাচল করতে পারছে না। চার চাকার যানবাহন নিয়ে বাগাট হতে নওপাড়া যেতে হলে মাঝিবাড়ি-শিতারামপুর হয়ে বা মধুখালী পৌরসভার নওপাড়া মোড় হতে আমডাঙ্গা হয়ে প্রায় ১০ কিরোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে।

[৪] এলাকার আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, ব্রীজটি ভাঙ্গা থাকায় জনগণের সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন বলেন, ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদে জানানো হয়েছে।

[৫] উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। পাস হলেই কার্যক্রম শুরু হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জানান, আমি ভাঙ্গা ব্রীজটি দেখেছি। জনসাধারণের কষ্ট লাঘবে খুব শ্রীঘ্রই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়