শিরোনাম
◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

বগুড়া প্রতিনিধি: [২] জেলার শেরপুরে দিনে দুপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে পাশের গ্রামের মজনু প্রামানিকের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০টায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মজনু মিয়া (৪০)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মজনু প্রামানিক উপজেলার রাজাপুর পশ্চিম পাড়া গ্রামের রাশেদ প্রামানিকের পুত্র।

[৩] মামলা সূত্রে জানা যায়, উপজেলার একই ইউনিয়নের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘরের মধ্যে শুয়ে ছিলেন। এ সময় পাশের গ্রামের মজনু প্রামানিক ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। ঘরের মধ্যে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে তখন গৃহবধূর আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মজনু প্রামানিক কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ায় স্থানীয়রা তাকে আটক করতে পারে নাই। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

[৪] থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] গ্রেফতারকৃত মজনু প্রামানিককে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়