শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট ক্রিকেটে পাঁচবার ‘গোল্ডেন ডাক’এর লজ্জার নজির বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক : [২] বৃহস্পতিবার (৫ আগস্ট) জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে চেতেশ্বর পূজারা সাজঘরে ফিরে গেলে, ক্রিজে নামেন বিরাট কোহলি। প্রথম বলেই খোঁচা মেরে বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।

[৩] প্রথম বলেই আউট। এমন ঘটনা বিরাট কোহলির সঙ্গে বৃহস্পতিবারই প্রথম ঘটল না। এর আগেও এমন ঘটনা বেশ কয়েক বার ঘটেছে ভারত অধিনায়কের সঙ্গে। টেস্ট ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখা যাবে, এই নিয়ে মোট পাঁচবার কোহলি প্রথম বলেই আউট হয়ে ছিটকে গিয়েছেন। এ ভাবে গুরুত্বপূর্ণ সময়ে কোহলির এ রকম দায়িত্বজ্ঞানহীন ব্যাট করা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

[৪] এর আগেও কোহলি ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বেন হিলফেনহাসের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ২০১৪ সালে আবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে লিয়াম প্লাঙ্কেটের প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। ২০১৮ সালে সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ওভাল টেস্ট ম্যাচে স্টুয়ার্ড ব্রডের প্রথম বলে আউট হয়েছিলেন কোহলি। ২০১৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে কিমার রোচের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। আর এ বার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

[৫] পরিসংখ্যান অনুযায়ী বলা যেতেই পারে, ইংল্যান্ডের বিরুদ্ধেই সবচেয়ে খারাপ নজির রয়েছে বিরাটের। ব্রিটিশদের বিরুদ্ধে মোট তিন বার গোল্ডেন ডাক করেছেন তিনি। বিশেষত ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বারবার হোঁচট খেতে হয়েছে ভারত অধিনায়ককে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়