শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট ক্রিকেটে পাঁচবার ‘গোল্ডেন ডাক’এর লজ্জার নজির বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক : [২] বৃহস্পতিবার (৫ আগস্ট) জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে চেতেশ্বর পূজারা সাজঘরে ফিরে গেলে, ক্রিজে নামেন বিরাট কোহলি। প্রথম বলেই খোঁচা মেরে বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।

[৩] প্রথম বলেই আউট। এমন ঘটনা বিরাট কোহলির সঙ্গে বৃহস্পতিবারই প্রথম ঘটল না। এর আগেও এমন ঘটনা বেশ কয়েক বার ঘটেছে ভারত অধিনায়কের সঙ্গে। টেস্ট ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখা যাবে, এই নিয়ে মোট পাঁচবার কোহলি প্রথম বলেই আউট হয়ে ছিটকে গিয়েছেন। এ ভাবে গুরুত্বপূর্ণ সময়ে কোহলির এ রকম দায়িত্বজ্ঞানহীন ব্যাট করা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

[৪] এর আগেও কোহলি ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বেন হিলফেনহাসের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ২০১৪ সালে আবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে লিয়াম প্লাঙ্কেটের প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। ২০১৮ সালে সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ওভাল টেস্ট ম্যাচে স্টুয়ার্ড ব্রডের প্রথম বলে আউট হয়েছিলেন কোহলি। ২০১৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে কিমার রোচের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। আর এ বার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

[৫] পরিসংখ্যান অনুযায়ী বলা যেতেই পারে, ইংল্যান্ডের বিরুদ্ধেই সবচেয়ে খারাপ নজির রয়েছে বিরাটের। ব্রিটিশদের বিরুদ্ধে মোট তিন বার গোল্ডেন ডাক করেছেন তিনি। বিশেষত ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বারবার হোঁচট খেতে হয়েছে ভারত অধিনায়ককে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়