লিহান লিমা: [২] আসন্ন কাশ্মীর প্রিমিয়ার লীগ কেপিএল) ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের হুমকি ও সতর্ক করেছে বলে জানিয়েছেন আয়োজক ও খেলোয়াড়রা। আল জাজিরা
[৩] আগস্ট থেকে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদে কেপিএল শুরু হওয়ার কথা এবং এতে পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের (শহীদ আফ্রিদি, মোহম্মদ হাফিজ, শোয়েব মালিক, ফখর জামান, শাদাব খান, এবং ইমাদ ওয়াসিম) নেতৃত্বে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
[৪] শনিবার দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস টুইট করেন, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোট (বিসিসিআই) তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুমোদিত লিগে অংশ না নেয়ার বিষয়ে সতর্ক করেছে।’ টুইটে তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক এজেন্ডা এখানে টানা সম্পূর্ণ প্রয়োজনীয়। আমাকে খেলতে বাধা দেয়াসহ ভারতে ক্রিকেট সংক্রান্ত কোনো কাজে প্রবেশ করতে না দেয়ার হুমকি পুরোই হাস্যকর।’ আল জাজিরাকে তিনি বলেন, বিসিসিআই এর মহাসচিবের বার্তা সরাসরি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডে পাঠানো হয়েছিলো।
[৫] শনিবার পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ অভিযোগ করেন, ক্রিকেট বোর্ডকে তাদের খেলোয়াড়দের টুর্নামেন্টে অংশ নেয়ার অনুমতি না দেয়ার বিষয়ে সতর্ক করেছে বিসিসিআই কোনো সাবেক খেলোয়াড় কেপিএলএ অংশ নিলে তাদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ভারতীয় ক্রিকেটের সব স্তর হতে বাদ দেয়ার হুমকি দেয়া হয়েছে।
[৬] ভারতের ক্রিকেট বোর্ড আইসিসির একাধিক সদস্যকে ডেকে কাশ্মীর প্রিমিয়ার লীগ থেকে তাদের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের প্রত্যাহার করতে বাধ্য করেছে এমন প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শনিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘বিসিসিআই তাদের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের কেপিএলএ অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে আইসিসির একাধিক সদস্যকে সতর্কবার্তা দিয়ে খেলার প্রতি অসম্মান দেখিয়েছে। এমন আচরণ অগ্রহণযোগ্য, ক্রিকেটিয় নীতিবিরুদ্ধ এবং বিপজ্জনক উদাহরণ, যা সহ্য করা বা উপেক্ষা করা যায় না। পিসিবি এই বিষয়টি আইসিসি ফোরামে উত্থাপন করবে এবং আইসিসির চার্টারের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয়ে পদক্ষেপ নেয়ার অধিকার রাখে।’
[৭] কেপিএল এর পরিচালক তৈমুর খান বলেন, ‘খেলোয়াড়দের হুমকি ও সতর্ক করার ঘটনার প্রমাণ মিলেছে। এটি সত্যি অদ্ভুদ এবং বিশ্ব ক্রিকেটের জন্য দুঃখজনক। ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছেও বার্তা পাঠানো হয়েছিলো।’
[৮] ইংল্যান্ড ও ওয়েলসের লাইসেন্সপ্রান্ত ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে খানকে পাঠানো এক মেইলে জানানো হয়েছে, বিসিসিআইয়ের এক কর্মকর্তাকে ইসিবিকে ফোনে সতর্ক করে বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড়াও যে ক্রিকেটাররা কেপিএল এ অংশ নেবে তাদের ভারতীয় ক্রিকেট সংক্রান্ত কোনো বিষয়ে কাজ করতে দেয়া হবে না। খান জানান, আশা কথা হলো গিবস ও সাবেক শ্রীলংকার ক্রিকেটার তিলকারত্নে দিলশান লীগে অংশ নেবেন। চাপ সত্ত্বেও দৃঢ় অবস্থান দেখিয়ে তারা প্রতিশ্রুতি রক্ষা করেছেন।