শিরোনাম
◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদরগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে বাঁশঝাড় থেকে আয়মনা বেগম (৩৫) নামের এক স্বামী পরিত্যাক্তা গৃহবধুর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (২৪ জুলাই) সকালে ডাঙ্গাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়মনা বেগম ডাঙ্গাপাড়া এলাকার আবেদ আলীর মেয়ে। দুই বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয়। এর পর বাবার বড়িতে বসবাস করতে থাকেন।

[৩] এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের কয়েক আগে আয়মনা বেগম নানির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসি, এর পর পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে হাঁটু গেড়ে থাকা অবস্থায় একটি সজিনা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৪] এলাকাবাসী সাত্তার হোসেন বলেন, মরদেহের পরনে সালোয়ার কামিজ পড়া ছিলো, পাশে একটি মোবাইল ফোন ও একটি ওড়না পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। মুখ দিয়ে রক্ত ঝরছিল বলে জানান তিনি।

[৫] ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত ই রাব্বান। আমরা মরাদেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছি, তবে মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে আমরা অনেক কিছুই ধারণা করছি, তবে ময়নাতদান্তের রিপোর্ট এলেই আমরা বিস্তারিত জানতে পারবো।

[৬] বদরগঞ্জ থানার ওসি (তদান্ত) ও মামলার তদান্তকারী অফিসার অঅরিফ আলী বলেন, আয়মনার মৃত্যুর বিষয়টি নিয়ে একটি মাডার মামলা হয়েছে। তবে লাশের শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়