শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদরগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে বাঁশঝাড় থেকে আয়মনা বেগম (৩৫) নামের এক স্বামী পরিত্যাক্তা গৃহবধুর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (২৪ জুলাই) সকালে ডাঙ্গাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়মনা বেগম ডাঙ্গাপাড়া এলাকার আবেদ আলীর মেয়ে। দুই বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয়। এর পর বাবার বড়িতে বসবাস করতে থাকেন।

[৩] এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের কয়েক আগে আয়মনা বেগম নানির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসি, এর পর পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে হাঁটু গেড়ে থাকা অবস্থায় একটি সজিনা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৪] এলাকাবাসী সাত্তার হোসেন বলেন, মরদেহের পরনে সালোয়ার কামিজ পড়া ছিলো, পাশে একটি মোবাইল ফোন ও একটি ওড়না পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। মুখ দিয়ে রক্ত ঝরছিল বলে জানান তিনি।

[৫] ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত ই রাব্বান। আমরা মরাদেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছি, তবে মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে আমরা অনেক কিছুই ধারণা করছি, তবে ময়নাতদান্তের রিপোর্ট এলেই আমরা বিস্তারিত জানতে পারবো।

[৬] বদরগঞ্জ থানার ওসি (তদান্ত) ও মামলার তদান্তকারী অফিসার অঅরিফ আলী বলেন, আয়মনার মৃত্যুর বিষয়টি নিয়ে একটি মাডার মামলা হয়েছে। তবে লাশের শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়