শিরোনাম
◈ বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ ◈ বাংলাদেশের ক্রিকেটার‌দের প্রতি সহমর্মিতা জানালেন স্কটল‌্যা‌ন্ডের কোচ, বিশ্বকাপ দল ঘোষণা ◈ লোহিত সাগরে মিশরকে কৌশলগতভাবে ঘিরে ফেলছে ইসরা‌য়েল? ◈ দি‌ল্লি শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ বাজাতে দিলো কেন?  ◈ গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?  ◈ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম ভিডিও বার্তা, যা বললেন ◈ বিশ্বকাপ বর্জন কর‌বে না পা‌কিস্তান, খেল‌বে না শুধু ভারতের বিরু‌দ্ধে! ◈ ভারত থেকে স‌্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক‌্যাপ ফেরালো অস্ট্রেলিয়া ◈ বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিতে ব্যয় বেড়েছে হাজার কোটি টাকা, করণীয় কী ◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বউয়ের ৩৩ মিলিয়ন পাউন্ডের জালিয়াতি, ফুটবলার রাশফোর্ডকে বর্ণবিদ্বেষী কটূক্তি করে স্বামী জেলে

স্পোর্টস ডেস্ক : [২] ওয়েম্বলিতে ইতালির বিরুদ্ধে ইউরো কাপ ২০২০ সালের ফাইনালে পেনাল্টি শুট-আউটে হারের মুখ দেখতে হয়েছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডকে। ১৯৬৬ সালের পরে ৫৫ বছর পরে কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠার পরেও এই হার সহজে মেনে নিতে পারেননি ইংরেজ সমর্থকরা। সেই রাতে পেনাল্টি মিস করা রাশফোর্ড, সাঞ্চো এবং সাকাকে বর্ণবিদ্বেষমূলক কটূক্তির সম্মুখীন হতে হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার রাশফোর্ডকে বর্ণবিদ্বেষ কটূক্তি করে স¤প্রতি গ্রেফতার হয়েছেন এক ফুটবল কোচ।

[৩] এবার তার জীবনের এক অন্ধকারময় দিকের কথা চলে এল সামনে। রাশফোর্ডকে কটূক্তির দায়ে চারজনকে গ্রেফতার করেছে ইংরেজ সরকার। যার মধ্যে অন্যতম ৫৫ বছরের ফুটবল কোচ নিক স্কট। ১৯৯৯ সালে তিনি সাতপাঁকে বাধা পড়েছিলেন সুসানে হিন্টের সঙ্গে। এই সুসানে ইংল্যান্ডে এক কুখ্যাত ব্যক্তিত্ব। যিনি কুখ্যাত ‘লোট্টো গ্রান’ নামে। যিনি একটা সময় ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের শিরোনামেও উঠে এসেছিলেন ৩৩ মিলিয়ন পাউন্ড জালিয়াতির কারণে।

[৪] একটি জাল লোট্টো টিকিট নিয়ে তিনি তার পুরস্কারের দাবি জানিয়েছিলেন। তিনি তার জেতা টিকিটটি ওয়াশিং মেশিনে ভুল করে ঢুকিয়ে ফেলেছিলেন বলে দাবি করেন। যার ফলে মেশিনে জামাকাপড় পরিষ্কার করার সময় তার টিকিটটিও নষ্ট হয়ে গিয়েছে বলে তার দাবি ছিল।

[৫] তিনি সেই নষ্ট ,জাল টিকিট দেখিয়েই পুরস্কারমূল্যের দাবি জানিয়ে তা আদায় করেন। কিন্তু সত্যিকারের বিজয়ী যখন তার আসল লোট্টো টিকিটটি নিয়ে সামনে আসেন তখন ‘লোট্টো গ্রান’ সুসানে হিন্টের কুকীর্তি ফাস হয়ে যায়। পরবর্তীতে আসল বিজয়ী এক বছর বাদে হার্ট অ্যাটাকে মারা যান। সুসানের স্বামী নিক রাশফোর্ড ফাইনালে পেনাল্টি মিস করার এক মিনিটের মধ্যেই তাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী টুইট করেন।

[৬] পরে নিজের কৃতকর্মের অনুশোচনা করে ক্ষমা চেয়েও শেষ রক্ষা তিনি করতে পারেননি। নিক টুইট করেন, মার্কাস রাশফোর্ড এই এমবিইকে পুড়িয়ে দেওয়া উচিত বুঝলে। তুমি একজন নকল মানুষ। তোমার ব্যাগ গুছিয়ে তোমাকে তোমার দেশে পাঠানো উচিত। - হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়