নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের বিপক্ষে গুরুতর আহত হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। মাথায় আঘাত পাওয়া মাঠ থেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
[৩] বৃহস্পতিবার ১৫ জুলাই ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে মাঠে নেমেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধেই মাথায় আঘাত পান রাফি।
[৪] বল হেড করতে গেলে শেখ জামালের ফরোয়ার্ড সোলেমার সিল্লাহর সাথে মাথায় আঘাত পান রাফি। মাথা ফেটে রক্তও বের হতে দেখা যায়। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুল্যান্স যোগে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
[৫] ঘটনাটি ঘটে ম্যাচের ৩০তম মিনিটে। শেখ জামালের মিডফিল্ডার সিল্লাহর উদ্দেশে বল বাড়ালে সাইফের ডিফেন্ডার রাফি বলকে প্রতিহত করতে শূন্যে ভেসে হেড করেন। এ সময় অন্যদিক থেকে সিল্লাহও হেড করলে উভয়ের মাথা সংঘর্ষ হয়।
[৬] দুজনের মাথায় বাড়ি লাগায় সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন রাফি। পরে মাঠে তাৎক্ষণিকভাবে রাফির মাথায় ব্যান্ডেজ করা হয়। একই ঘটনায় সিল্লাহও আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর না হওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়নি।