৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায় সাময়িকভাবে মনোনয়ন পেয়েছেন ৬৬৮ জন।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১৮ অক্টোবর। এতে ১ হাজার ২১৯ জন উত্তীর্ণ হন। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রের ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিশনের ২টি হলরুমে অনুষ্ঠিত হয়। সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক পদে নিয়োগের জন্য তিন লাখ ১২ হাজার ৭৫২ জন আবেদন করেন।