সাকিবুল আলম: [২] ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সোমবার ইয়াকুব আবু আল কিয়ান নামের একজন ইসরায়েলি-আরব ব্যবসায়ীকে ইসরায়েলের রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে। তিনি একজন লেবানিজ-ইরাকি প্রতিনিধির কাছে এ তথ্য পাচার করেছেন বলে জানানো হয়। মিমো নিউজ
[৩] আবু আল কিয়ান আদালতে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন। শুধুই ব্যবসা সংক্রান্ত আলোচনার জন্য সেই ব্যক্তির সঙ্গে দেখা করেছেন বলে দাবি কিয়ানের। ইজি ব্র্যানচেস
[৪] জেরুজালেম পোস্টে জানানো হয়, বর্তমান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানজের বাসভবন সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন আবু আল-কিয়ান। এর ফলে ইসরায়েলি পুলিশের দেওয়া সংবাদের ভিত্তিতেকে গত ১০ জুন আটক করা হয়। ইসরায়েল পুলিশ দাবি করেছে, ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ আছে আবু আল কিয়ানের।
[৫] দ্য টাইমস অব ইসরায়েল বলছে, আবু আল কিয়ান দক্ষিণাঞ্চলীয় বেদুইন অধ্যুষিত হুরা শহরের অধিবাসী। সাবেক এ রাজনীতিবিদ ও নির্মাণ ব্যবসায়ী নেসেটেরও সদস্য ছিলেন। হায়দার আল মাশাদানির নামের একজন ইরানি গোয়েন্দার সঙ্গে তার যোগাযোগও তদন্ত প্রতিবেদনে প্রকাশিত হয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী