শেখ আদনান ফাহাদ: ভারত টিকা রপ্তানি বন্ধ না করলে বাংলাদেশের টিকাপ্রদান অভিযান স্থিমিত হতো না। খুব দ্রুত বাংলাদেশ ওভারকাম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন মনে হয় ৫০ লাখেরও বেশি টিকা আছে। আগস্টের ভেতরে আসবে ১ কোটি। টিকা প্রদানই একমাত্র উপায়। তবে গরিব মানুষদেরও এই টিকা প্রদান কর্মসূচির আওতায় আনতে হবে। যারা সুরক্ষা অ্যাপসে ঢুকে নিবন্ধন করতে পারবে না তাদের হেল্প করতে হবে। রিকশাচালক, ভ্যানচালক, মজদুর, গার্মেন্টস শ্রমিক, কাজের মানুষ, কৃষক, এমনকি রাস্তার ভিক্ষুককেও এর আওতায় আনতে হবে।
ঢাকার করাইল বস্তি, জেনেভা ক্যাম্পসহ সমস্ত গরিব এলাকায় স্বেচ্ছাসেবকরা গিয়ে এটা করতে পারে। এতো বড় কর্মযজ্ঞ সম্ভব যদি সরকার সিরিয়াসলি উদ্যোগ নেয়। এক্ষেত্রে স্বাস্থ্য ও আইসিটি মন্ত্রণালয়ের পাশাপাশি নারী, শিশু, সমাজকল্যাণ মন্ত্রণালয় এগিয়ে আসতে পারে। এখন তো কম্পিউটার দোকান বন্ধ। ল্যাপ্টপ নিয়ে চলে যেতে হবে মানুষের কাছে। যেমন এটা শুরু করেছে ছোট ভাই, চারুশিল্পী আশিকুর রহমান তূর্য। ভাবছি আমিও ব্যক্তিগতভাবে করবো। প্রতিটি ভবনের সমিতির পক্ষ থেকে, গ্রামের মেম্বার, চেয়ারম্যান, শিক্ষিত আজাইরা শ্রেণি, সবাই উদ্যোগ নিলে এটা হয়ে যাবে। না হলে টিকা আসবে ঠিকই, অনেক মানুষ পাবে না। ফেসবুক থেকে