শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

সৌরভ ঘোষ: [২] জেলার ধরলা ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে খাইরুল ইসলাম (২৩) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার দুপুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই যুবক সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মালেকের ছেলে।

[৩] জানা গেছে, শুক্রবার (৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার (১১ জুলাই) সদরের পাঁচগাছী ইউনিয়নের ভেলাকোপার একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

[৪] পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খায়রুল ধরলা ব্রীজের উপর থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও লাশের কোন সন্ধান পায় না। রোববার দুপুরে স্থানীয়রা পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার একটি চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহায়তায় খায়রুলের লাশ শনাক্ত করে।

[৫] সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো.শাহরিয়ার জানান, দুপুরে পাঁচগাছী ইউনিয়নে ভেলাকোপার একটি চরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবক খায়রুলের বলে শনাক্ত করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়