শিরোনাম
◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং ◈ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান ◈ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, দ্রুত গ্রেপ্তারের ইঙ্গিত ডিএমপি কমিশনারের ◈ এভারকেয়ারে হাদিকে দেখতে তিন উপদেষ্টা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

সৌরভ ঘোষ: [২] জেলার ধরলা ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে খাইরুল ইসলাম (২৩) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার দুপুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই যুবক সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মালেকের ছেলে।

[৩] জানা গেছে, শুক্রবার (৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার (১১ জুলাই) সদরের পাঁচগাছী ইউনিয়নের ভেলাকোপার একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

[৪] পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খায়রুল ধরলা ব্রীজের উপর থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও লাশের কোন সন্ধান পায় না। রোববার দুপুরে স্থানীয়রা পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার একটি চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহায়তায় খায়রুলের লাশ শনাক্ত করে।

[৫] সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো.শাহরিয়ার জানান, দুপুরে পাঁচগাছী ইউনিয়নে ভেলাকোপার একটি চরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবক খায়রুলের বলে শনাক্ত করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়