নুরে আলম:[২] শনিবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ডেইলি সাবাহ
[৩] এরদোগান মাহমুদ আব্বাসকে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব। ফিলিস্তিনে ইসরায়েলি অন্যায়ের বিরুদ্ধে তুরস্ক চুপ থাকবে না।
[৪] গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় তেলআবিবের বর্বরতা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেয় তুরস্ক। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে কয়েক দশক ধরে তাদের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার তুরস্ক। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ রেজুল্যুশনের ভিত্তিতে এই সঙ্কট সমাধানের পক্ষে তুরস্ক।