শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাম্পাসের বাসে ঢাকা ছাড়তে পারবে জবি শিক্ষার্থীরা

অপূর্ব চৌধুরী: [২] ঈদের পূর্বে ক্যাম্পাসের বাসে ঢাকা ছাড়তে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।এক্ষেত্রে শিক্ষার্থীরা কোন জেলায় যেতে চায় সেটি সহ বিস্তারিত তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অথবা ছাত্র কল্যাণ পরিচালক বরাবর আবেদন করতে হবে আগামী ১৩জুলাইয়ের মধ্যে।

[৩] আজ বৃহস্পতিবার ( ৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল ও ছাত্র-কল্যাণ পরিচালক ড. আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়,ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ব-হস্তে নিম্নলিখিত তথ্যাদি (ছাত্র-ছাত্রীর নাম,অধ্যয়নরত বিভাগ,আইডি/ রোল,ব্যাচ/ সেশন,বর্তমানে অধ্যয়নরত সেমিস্টার, গন্তব্য জেলার নাম) উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অথবা ছাত্র-কল্যাণ পরিচালক বরাবর আবেদন পত্র জমা দিতে হবে।

[৫] পাশাপাশি কোন শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা না দিতে পারলে তাদেরকে বিভাগীয় চেয়ারম্যান / বিভাগীয় প্রধানের ই-মেইলে সফট কপি প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] সাপ্তাহিক ছুটির দিনসহ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।আগামী ১৩ জুলাই দুপুর ২টায় আবেদনের সময় শেষ হবে।

[৭] বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

[৮] সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, যে সকল শিক্ষার্থীরা বাসে যাবে আগামী ১৩ তারিখ পর্যন্ত তাদের আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে প্রক্টর অফিস বরাবর। যারা সশরীরে আবেদন করতে পারবে না, তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন করবে। ১৩ তারিখ আবেদন শেষ হলে শিক্ষার্থী সংখ্যার অনুপাত অনুসারে বাস দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়