রিয়াজুর রহমান: [২] চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শাহাদাত হোসেন আরো বলেন- করোনা নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে সরকারের দায়িত্বহীনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। করোনা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পিত ও কার্যকরী রোড ম্যাপ তৈরি করতে পারেনি সরকার। প্রকৃতপক্ষে করোনাভাইরাস নিয়ে সরকারের কোনো সুপরিকল্পিত কর্মসূচিও নেই।
[৩] তিনি বলেন, চট্টগ্রামে ইতোমধ্যে করোনা রোগির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এ অবস্থায় আমলানির্ভর সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তে চট্টগ্রামের শতাধিক চিকিৎসককে একযোগে বদলির সিদ্ধান্ত চিকিৎসা ব্যবস্থাকে আরো নাজুক অবস্তায় নিয়ে যাবে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হবে।
[৪] বুুধবার বিকালে নগরীর মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ ও পাঁচলাইশ থানা এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব চট্টগ্রাম শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
[৫] এসময় উপস্থিত ছিলেন- ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিনসহ নেতৃবৃন্দ। সম্পাদনা : মুরাদ হাসান