বাশার নূরু:[২] ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানের সাবেক পরিচালনা পর্ষদের অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পাঁচ জনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
[৩] বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গত ১৬ জুন সংক্ষিপ্ত এ আদেশ দেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ আদেশ প্রকাশিত হয়েছে।
[৪]নিয়োগকৃত পাঁচ পরিচালক হলেন অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুদকের সাবেক পরিচালক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মিটফুল করিম, ব্যারিস্টার আশরাফ আলী ও এনামুল হাসান এফসিএ।
[৫]পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতেও ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দিয়েছেন আদালত।
[৬] প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন এমন আলোচনা ওঠার পর এ কোম্পানিটির অবসায়নে একটি পিটিশন ছিল হাইকোর্টে। ২০২০ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট কয়েকটি নির্দেশনাসহ আদেশ দেন। এমনকি পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি অবসায়ন না এর পুনর্গঠনে নতুন করে পরিচালক নিয়োগ দিলেন হাইকোর্ট।