সুজন কৈরী : [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধের তৃতীয় দিন অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৬২১ জনকে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
[৩] ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের ৫১টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
[৪] এছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সড়ক পরিবহন আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা।