রাকিবুল আবির: [২] প্রথমবারের মত ইসরায়েলের কোনো মন্ত্রী আরব আমিরাত সফর করবেন। তিনি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান। আলজাজিরা
[৩] ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করবেন দুবাইয়ের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। দুই দিনের এই সফরে দুই কুটনীতিক বিভিন্ন দ্বিপাক্ষিয় বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে, যার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য ও প্রতিরক্ষার বিষয়গুলো অন্যতম।
[৪] প্রায় সাড়ে চার মাস ধরে দূতাবাস নির্মাণের কাজ চালানো হয়েছে বলে জানান ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র লিয়ার হায়াত।
[৫] সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের অধীনে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের সাথে সম্পর্ক স্থাপন করেছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল