শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন না ধরায় ফের জেলে ৭৬ বছরের বৃদ্ধা

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে করোনা মহামারি চলাকালে ট্রাম্প প্রশাসন প্রায় ৪ হাজার ৫০০ কয়েদীকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্য কারাদণ্ড স্থগিত করে গৃহবন্দি করে রেখেছিল। অনেকেই ভেবেছিলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের মেয়াদ আরও বৃদ্ধি করবেন। কিন্তু মনে হচ্ছে যে, জরুরি অবস্থা শেষ হওয়ার পরে হোয়াইট হাউস প্রায় সব কয়েদীকে কারাগারে ফেরত পাঠাতে চাইছে।

ওই বন্দীদের মধ্যে একজন হলেন ৭৬ বছর বয়সী নারী গোয়েন লেভি। তিনি কম্পিউটার ওয়ার্ড-প্রসেসিং ক্লাসে ছিলেন বলে কর্মকর্তারা কয়েক ঘন্টা তার সাথে যোগাযোগ করতে না পারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়। তিনি ১২ জুন থেকে একটি ওয়াশিংটন ডিসির জেলে রয়েছেন। তার আইনজীবী স্বপ্না মীরচন্দানি জানান, ‘তিনি ক্লাসে ছিলেন কিনা সেটি বিবেচনাই করা হচ্ছে না। তারা তার সাথে এমন আচরণ করছে যেন সে কোনও ব্যাংক ডাকাতি করছে।’ লেভিকে কমপক্ষে এক কেজি হেরোইন বিক্রি করার অভিযোগে ২৪ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল। ইতোমধ্যে তিনি মেরিল্যান্ড থেকে টেক্সাসে আলাবামার বিভিন্ন জেলে ১৬ বছর কারাভোগ করেছেন। গৃহবন্দি থাকার জন্য কারাগার থেকে বের হওয়ার পরে তিনি তার ৯৪ বছর বয়সী মায়ের সাথে বাল্টিমুরে ফিরে এসে কারাগারের আইনজীবী সংস্থায় স্বেচ্ছাসেবীর কাজ শুরু করেন। সেখানে তিনি বেতনভুক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন। তিনি তার পুত্র এবং নাতিদের সাথেও সম্পর্ক পুনরুদ্ধার করেছিলেন।

লেভি বাল্টিমোরের ইনার হারবারে কম্পিউটার ক্লাস করছিলেন যখন কর্মকর্তারা তার গোড়ালিতে থাকা মনিটরের মাধ্যমে সকাল ১০:৫১ মিনিটে আবিষ্কার করলেন যে তিনি বাড়ি ছিলেন না। পরে তিনি কয়েক ঘন্টার জন্য তার ফোন ধরেননি। পরে ১:১৭ মিনিটে তিনি বাড়ি ফিলে আসেন। এ সময়ের মধ্যে জেলখানার ব্যুরো অব প্রিসন তার এই অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসাবে চিহ্নিত করে। এ বিষয়ে লেখি তার অ্যাটর্নিটির মাধ্যমে বলেন, ‘আমার মনে হচ্ছে আমি সঠিক কাজ করার চেষ্টা করছিলাম। নিয়ম ভাঙা আমার উদ্দেশ্য ছিল না। আমি কী ঘটেছে তা ব্যাখ্যা করার এবং সত্য বলার চেষ্টা করেছি। আমি কখনই ভাবিনি যে আমার কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা ছিল না।’

কারাগারের ব্যুরো অফ প্রিজনসের মুখপাত্র ক্রিস্টি এ ব্রেশিয়ার্স বলেন, যে কোনও বন্দিকে ‘নিরাপদ হেফাজতে’ ফেরত পাঠানো উচিত কিনা তা ব্যুরো কর্মীরা সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, মহামারি শেষ হলে যাদের কারাদণ্ডের মেয়াদ প্রায় শেষের দিকে, তাদের ছেড়ে দেয়া হবে কিনা সে ব্যপারে ব্যুরো অফ প্রিজন সিদ্ধান্ত নেবে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়