শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০২:১৫ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: বিশ্ববিদ্যালয় কি হয় এটাই শিক্ষামন্ত্রী জানেন না অথবা বুঝে গেছেন যে দেশের মানুষও বিশ্ববিদ্যালয় কি তা বুঝে না!

কামরুল হাসান মামুন: সব জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কিত শিক্ষামন্ত্রীর ঘোষণা দিয়েছেন।
একটি বিশ্ববিদ্যালয়ের প্রধানতম ইনগ্রেডিয়েন্টস হলো শিক্ষক। ধরুন শিক্ষকরা হলো চিনি, শিক্ষার্থীরা হলো পানি আর শিক্ষাপ্রতিষ্ঠান হলো গ্লাস। আমরা কত গ্লাস শরবত বানাবো সেটা কি প্রধানত কত পরিমান পানি আছে সেটা দিয়ে ঠিক করব নাকি কতটুকু চিনি আছে সেটা দিয়ে ঠিক করব। মানতেই হবে শরবত বানানোর প্রধানতম ইনগ্রেডিয়েন্টস হলো হলো চিনি বা শিক্ষক। কত গ্লাস শরবত বানাবো তা ঠিক করার জন্য প্রথমে দেখব ঘরে কতটুকু চিনি আছে।

বাংলাদেশের প্রধানতম সংকট হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে এমন শিক্ষকের চরম সংকট। এখন আমাদের দেশে যেই পরিমান চিনি অর্থাৎ মানসম্পন্ন শিক্ষক আছে সেই পরিমান চিনি দিয়ে বড়জোর ১০ থেকে ১৫ গ্লাস শরবত অর্থাৎ বিশ্ববিদ্যালয় বানানো যায়। সেই জায়গায় আমরা পানি ঢালছি আর গ্লাসের পর গ্লাস শরবত বানাচ্ছি। এক পর্যায়ে কি আর এগুলো শরবত হবে? ঠিক এটিই ঘটেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আর বিশ্ববিদ্যালয় নেই। এগুলোকে কলেজ বললেও বেশি বলা হয়।

এইরকম পরিস্থিতিতে স্বয়ং শিক্ষামন্ত্রী বলে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানাবে। এর অর্থ হলো বিশ্ববিদ্যালয় কি হয় এটাই তিনি জানেন না অথবা উনি এত অতি চালাক যে উনি বুঝে গেছেন দেশের মানুষ বিশ্ববিদ্যালয় কি তা বুঝে না। ফলে যা ইচ্ছে তা বানিয়েই শরবত হিসাবে চালিয়ে দিচ্ছে। এই সামান্য হোমওয়ার্কটা যদি করতে না পারেন দেশ চালাবেন কিভাবে?

লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়