শিরোনাম
◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: পুরুষদের একটা বড় অংশ নির্যাতকের পক্ষে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করে!

মাহবুব মোর্শেদ: নির্যাতিত হওয়ার পর প্রকাশ্যে এসে বিচার দাবি করলে বুঝতে হবে একজন নারীর পক্ষে চূড়ান্ত যে অবস্থান নেওয়া সম্ভব তা তিনি নিয়েছেন। আমাদের সমাজ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেই একজন নারী বুঝতে পারেন যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আনলে তাকে কোন পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে। এখানে নির্যাতক যেইহোক পুরুষদের একটা বড় অংশ নির্যাতকের পক্ষে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করে।

পরীমনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার চাওয়ার আগে চারদিন ধরে নিশ্চয়ই এসব ভেবেছেন। তাকে কোন কোন অপ্রীতিকর প্রশ্নে মুখোমুখি হতে হবে তাও হয়তো তার মনে এসেছে। অভিনয় করেন বলে এসব প্রশ্ন তাকে আরও বেশি করে শুনতে হবে। এমনকি বিচার দাবি করে নিজের ক্যারিয়ারও ঝুঁকির মধ্যে ফেলেছেন, এটা বলা যায়। তবু তিনি দমে যাননি। নির্যাতিত হিসেবে পরিচয় গোপন রেখে মামলা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। ফলে, তিনি পরিচয় প্রকাশ করে বিচার দাবি করেছেন। জীবনের ভয় না পেলে কেউ এমন করে না। আমি বলবো, পরীমণি নিজের সমূহ ক্ষতির আশঙ্কা মেনে নিয়েই বিচার চেয়েছেন। অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন তিনি। এখন ফেসবুকে কিছু মানুষের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, নির্যাতকের পক্ষে দাঁড়াতে তারা নৈতিক চাপ বোধ করছেন। পরীমনির চরিত্র হনন করতে ও তার দোষ খুঁজতে সংগঠিত একটা পুরুষতান্ত্রিক প্রচারাভিযান শুরু হয়েছে। এই প্রচারটা সমাজে প্রভাব বিস্তার করতে চাইছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়