শিরোনাম
◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: পুরুষদের একটা বড় অংশ নির্যাতকের পক্ষে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করে!

মাহবুব মোর্শেদ: নির্যাতিত হওয়ার পর প্রকাশ্যে এসে বিচার দাবি করলে বুঝতে হবে একজন নারীর পক্ষে চূড়ান্ত যে অবস্থান নেওয়া সম্ভব তা তিনি নিয়েছেন। আমাদের সমাজ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেই একজন নারী বুঝতে পারেন যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আনলে তাকে কোন পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে। এখানে নির্যাতক যেইহোক পুরুষদের একটা বড় অংশ নির্যাতকের পক্ষে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করে।

পরীমনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার চাওয়ার আগে চারদিন ধরে নিশ্চয়ই এসব ভেবেছেন। তাকে কোন কোন অপ্রীতিকর প্রশ্নে মুখোমুখি হতে হবে তাও হয়তো তার মনে এসেছে। অভিনয় করেন বলে এসব প্রশ্ন তাকে আরও বেশি করে শুনতে হবে। এমনকি বিচার দাবি করে নিজের ক্যারিয়ারও ঝুঁকির মধ্যে ফেলেছেন, এটা বলা যায়। তবু তিনি দমে যাননি। নির্যাতিত হিসেবে পরিচয় গোপন রেখে মামলা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। ফলে, তিনি পরিচয় প্রকাশ করে বিচার দাবি করেছেন। জীবনের ভয় না পেলে কেউ এমন করে না। আমি বলবো, পরীমণি নিজের সমূহ ক্ষতির আশঙ্কা মেনে নিয়েই বিচার চেয়েছেন। অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন তিনি। এখন ফেসবুকে কিছু মানুষের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, নির্যাতকের পক্ষে দাঁড়াতে তারা নৈতিক চাপ বোধ করছেন। পরীমনির চরিত্র হনন করতে ও তার দোষ খুঁজতে সংগঠিত একটা পুরুষতান্ত্রিক প্রচারাভিযান শুরু হয়েছে। এই প্রচারটা সমাজে প্রভাব বিস্তার করতে চাইছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়