শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: পুরুষদের একটা বড় অংশ নির্যাতকের পক্ষে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করে!

মাহবুব মোর্শেদ: নির্যাতিত হওয়ার পর প্রকাশ্যে এসে বিচার দাবি করলে বুঝতে হবে একজন নারীর পক্ষে চূড়ান্ত যে অবস্থান নেওয়া সম্ভব তা তিনি নিয়েছেন। আমাদের সমাজ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেই একজন নারী বুঝতে পারেন যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আনলে তাকে কোন পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে। এখানে নির্যাতক যেইহোক পুরুষদের একটা বড় অংশ নির্যাতকের পক্ষে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করে।

পরীমনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার চাওয়ার আগে চারদিন ধরে নিশ্চয়ই এসব ভেবেছেন। তাকে কোন কোন অপ্রীতিকর প্রশ্নে মুখোমুখি হতে হবে তাও হয়তো তার মনে এসেছে। অভিনয় করেন বলে এসব প্রশ্ন তাকে আরও বেশি করে শুনতে হবে। এমনকি বিচার দাবি করে নিজের ক্যারিয়ারও ঝুঁকির মধ্যে ফেলেছেন, এটা বলা যায়। তবু তিনি দমে যাননি। নির্যাতিত হিসেবে পরিচয় গোপন রেখে মামলা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। ফলে, তিনি পরিচয় প্রকাশ করে বিচার দাবি করেছেন। জীবনের ভয় না পেলে কেউ এমন করে না। আমি বলবো, পরীমণি নিজের সমূহ ক্ষতির আশঙ্কা মেনে নিয়েই বিচার চেয়েছেন। অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন তিনি। এখন ফেসবুকে কিছু মানুষের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, নির্যাতকের পক্ষে দাঁড়াতে তারা নৈতিক চাপ বোধ করছেন। পরীমনির চরিত্র হনন করতে ও তার দোষ খুঁজতে সংগঠিত একটা পুরুষতান্ত্রিক প্রচারাভিযান শুরু হয়েছে। এই প্রচারটা সমাজে প্রভাব বিস্তার করতে চাইছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়