আফসান চৌধুরী: ২০০১ সালে আমি ডেইলি স্টার পত্রিকায় চাকরি সূত্রে একটা কালাম লিখতাম। সস্তায় বড়লোকদের জন্য গাড়ি আমদানির সুযোগ নিয়ে একটা লেখা আলোচিত হয় । শিরোনাম ছিলো, ‘কবরস্থানের পাশে বিশাল গাড়িটা রাখা ’ [২] অনেকে প্রশংসা করে কিন্তু দুইজন বড়োলোক চিঠি লেখে। একজন বলে আমি হিংসা থেকে লিখেছি। কিন্তু অন্যজনের লেখাটার বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আপনারা কি বড়োলোকের কষ্ট বোঝেন? ঢাকায় কোনো আনন্দের জায়গা নেই, কোনো বিনোদন নেই। আছে শুধু, মদ আর মেয়েমানুষ। তাই আমরা ওটাই করি। আর মাঝে মাঝে ব্যাংকক যাই ’।
[৩] এখন যে সংকট হচ্ছে পরীমনি-মাহমুদ-বোট ক্লাব নিয়ে সেটা এই বিনোদনের অভাব থেকেই। হাইল্লার হাতে টাকা থাকলে এটা হতে বাধ্য। মদ-মাংসের বাইরে আর করার কী আছে বড়লোকদের এই শহরে? তাদের মাথায় তো বুদ্ধিও কম? গ্রাম থেকে গঞ্জে গিয়ে ওর বাপ দাদা যা করতো তাই সে করে শহরে এসে। গালি না দিয়ে পথ বাৎলান।
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক