শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার বাংলাদেশ সফরে বিশ্রাম পেতে পারেন

স্পোর্টস ডেস্ক: [২] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বিপক্ষে আসন্ন এই সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে যতদূর জানা গিয়েছে আগস্টের শুরুতেই হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

[৩] ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য মে মাসে ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মঙ্গলবার (৮ জুন) সেই স্কোয়াডে আরও ৬ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে তারা। এরা হলেন ড্যান ক্রিস্টিয়ান, বেন ম্যাকডারমট, ক্যামেরন গ্রিন, অ্যাশটন টার্নার, ওয়েস অ্যাগার ও নাথান এলিস।

[৪] ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস জানান, জৈব সুরক্ষা বলয়ের ধকলের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের বড় একটি অংশ বিশ্রাম নেওয়ার পক্ষে। বোর্ডও তাদের আবেদনে সায় দিয়েছে।

[৫] তাদের কথা বিবেচনা করেই স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে সিনিয়ররা বিশ্রামে গেলেও দলে ঘাটতি দেখা না দেয়। ফলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে নাও থাকতে পারেন অস্ট্রেলিয়ার একাধিক সিনিয়র ক্রিকেটার।

[৬] এদিকে অস্ট্রেলিয়ার আরেকটি গণমাধ্যম জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম চেয়েছেন ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স। ধারণা করা হচ্ছে, সে সময় ইংল্যান্ডে চলবে দ্যা হান্ড্রেড। হয়তো সেখানে খেলতেই ওয়েস্ট ইন্ডিজ সফর করতে চাইছেন না তারা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়