শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউড্রেনে নিরসন হলো ৭০ একর ফসলী ক্ষেতের জলাব্ধতা

আবু হাসাদ : [২] পুঠিয়া: একটি ইউড্রেনের অভাবে একযুগ থেকে দীর্ঘ জলাব্ধতায় ডুবে থাকে ভাটার বিলের প্রায় ৭০ একর ফসলি জমি। স্থানীয় চাষিরা তাদের ফসল রক্ষায় একটি ইউড্রেনের জন্য বছরের পর বছর থেকে ঘুরেছেন বিভিন্ন দপ্তরে।

[৩] অবশেষে তাদের দীর্ঘদিনের কাঙ্খিত ইউড্রেন নির্মাণে এগিয়ে এসেছেন উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।

[৪] বুধবার (৯ জুন) দুপুরে রাজশাহীর পুঠিয়া সদর এলাকার কাঠালবাড়িয়া রামজীবনপুর সড়কের ইউড্রেনের নির্মাণের আনুষ্ঠিক উদ্বোধন করা। এ সময় স্থানীয় শতাধিক চাষি ও বিভিন্ন রাজনৈতিক নেতাকমীরা উপস্থিত ছিলেন।

[৫] উপজেলা উপসহকারী প্রকৌশরী কোহিনুর বেগম বলেন, এডিপির অর্থায়নে ঘোষপুকুর পাড়ের দক্ষিন পাশে এই ইউড্রেনটি নির্মান করা হচ্ছে। প্রায় ২০ ফিট লম্বা ইউড্রেনটি নির্মানে ব্যায় হচ্ছে এক লাখ ২০ হাজার টাকা। আর আগামি বর্ষা মৌসুমের আগেই নির্মাণ কাজ শেষ হবে।

[৬] আজিজুল ইসলাম নামের একজন চাষি বলেন, বিগত সময়ে ওই স্থানে একটি কালভাট ছিল। যার মাধ্যমে বর্ষার সময় এই এলাকার অতিরিক্ত পানি বেরিয়ে যেত। কালভাটটি ছিল ক্ষমতাসিন দলের এক নেতার জমিতে। পরে স্থানীয় একটি ইটভাটার মালিকের সাথে চুক্তি করে কালভাটের মুখ বন্ধ করে দেয়া হয়। এরপর প্রায় একযুগেরও বেশী সময় থেকে ভাটারবিলে বছরের ১০ মাস জলাব্ধতায় থাকে। পুরো বিলে মাত্রাতিরিক্ত পানির কারণে চাষিরা কোনো ফসলই উৎপাদন করতে পারে না।

[৭] তবে এবার কৃষকদের দাবী পুরণে উপজেলা চেয়ারম্যান স্থায়ীভাবে একটি ড্রেন নির্মান করার পদক্ষেপ নিয়েছেন।

[৮] এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, একটি ইউড্রেনের অভাবে পুরো বিল ফসলহানী হতে দেয়া যায় না। আমি নির্বাচিত হওয়ার পর চাষিদের দুর্ভোগ নিরসন করার কথা দিয়েছিলাম। আজ তা পুরণ করা হলো।

[৯] শুধু এই বিল নয়, এর আগে শিলমাড়িয়া ইউনিয়নের কয়েকটি বিলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৯ কিলোমিটার খাল খনন করা হয়েছে। বাকি বিল গুলোতেও পর্যায়ক্রমে জলাব্ধতা নিরসনে কাজ করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়