জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস একতা যুব সংগঠনের পক্ষ থেকে দু’জন বিধবা ও একজন অসহায় নারীর মাঝে বসত ঘর হস্তান্তর করা হয়েছে।
[৩] বুধবার (৯ জুন) সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত রুস্তুম ফকিরের স্ত্রী মরিয়ম বেগম (৬২), তাফালবাড়িয়া গ্রামের মৃত সোহরাফ হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৫০) ও প্রতিবন্ধী আব্দুল কুদ্দুসের স্ত্রী বিলকিস বেগম (৪৫) এর হাতে আনুষ্ঠানিকভাবে এ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
[৪] এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস একতা যুব সংগঠনের উপদেষ্টা কবির হোসেন, আব্দুর রশিদ মোল্লা, সহ-সভাপতি খোকন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ শাহ, দপ্তর সম্পাদক রনি মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পাদনা: হ্যাপি