শাহিদুল ইসলাম:[২] দেবিদ্বার উপজেলাবাসীর দীর্ঘ দিনের সমস্যা ফুটপাত দখল, সড়ক জুড়ে যানজট এবং সিএনজি,রিক্সর অবৈধ পার্কিং ও ভাসমান অস্থায়ী দোকানপাটের কারনে জন-দুর্ভোগ চরমে পৌচেছে।
[৩] উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বহুবার ফুটপাত দখলমুক্তের অভিযান পরিচালনা করা হলেও তার কোন স্থায়ী সমাধান আজও পায়নি দেবিদ্বারবাসী।
[৪] দেবিদ্বার পৌর শহরের নিউমার্কেট,কাঁচাবাজার,সরকারি হাসপাতালগেইট,চান্দিনা রোড, কলেজ রোড কালাচাঁন্দ সুপার মার্কেট হয়ে সরকারি কলেজ গেইট সহ উপজেলার গুরুত্বপূর্ণ অনেক স্থানেই ফুটপাত দখল করে ব্যবসায় মেতেছে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী। আর তাই পথচারী সহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ফুটপাত দিয়ে হেটে যাতায়াত না করতে পারায় প্রধান সড়কে উঠে আসছেন। সেখানেও নিরাপদ নেই তারা।
[৫] অবৈধ পার্কিং আর বেপরোয়া গাড়ি চালনায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।দেবিদ্বার নিউমার্কেট হয়ে সরকারি হাসপাতাল গেইট জুড়ে বেটারী চালিত রিক্সা, সিএনজি, অটোরিক্সা যত্রতত্র অবৈধ পার্কিং ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের কারনে অনবরত সৃষ্টি হচ্ছে যানজটের।
[৬] প্রতিদিন সকাল থেকেই রাত পর্যন্ত কিছু সময় অন্তর অন্তর সৃষ্টি হয় যানজটের। দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে অনেক রোগীবাহী এম্বুল্যান্সও।
[৭] এদিকে দেবিদ্বার নিউমার্কেট থেকে দি স্কায়ার হাসপিটাল পর্যন্ত ঘুরে দেখা যায় জনচলাচলের ফুটপাত জুড়েই বিস্তৃত্ব অস্থায়ী ব্যবসায়ীরা। জনসাধারণের চলাচলের সুযোগ করতে আলাদা রাস্তা তৈরি করা হয়, যা বর্তমানে বিভিন্ন ব্যবসায়ীরা দখল করে বাণিজ্য করছেন। এসব সমস্য নিরসনের দাবীতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ পত্রপত্রিকায় অনেকবার আসলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
[৮] সাধারন জনগনের প্রশ্ন উচ্ছেদ অভিযান চালিয়ে কাচাঁবাজার স্থানান্তরের সুবিধা সাধারন জনগন কতোটুকু পেয়েছে? পুনরায় আবার সেই জায়গা সবাই দখল করে ব্যবসা পরিচালনা করছে। দেবিদ্বার ফুটপাত কাচাবাজারের ভেতরের রাস্তা দখল নিয়ে রীতিমতো ইঁদুর-বিড়াল খেলা চলছে।
[৯] উচ্ছেদের কিছুদিন না পেরুতেই দখল হয়ে যাচ্ছে উচ্ছেদকৃত জায়গা। দখলকারীদের এ ধরণের শক্তিপ্রদর্শণ এই ইঙ্গিত দেয় যে, তাদের পেছনে কোন প্রচ্ছন্ন শক্তি সহযোগিতা রয়েছে।এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার ও দেবিদ্বার পৌর প্রশাসক রাকিব হাসানের সরকারী মোবাইল নম্বারে একাধীকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি তা রিসিভ করেননি।
[১০] জনকল্যাণে ফুটপাত দখলমুক্ত করে দেবিদ্বারে যানজট মুক্ত করার জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে দেবিদ্বার পৌর প্রশাসন এই দাবী জানীয়েছে সাধারণ জনগন। তারই সাথে যাদেরকে বার বার বলার পরও আইন লঙ্ঘন করে ও যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেবিদ্বার পৌর কতৃপক্ষ সাধারন জনগনের এই প্রত্যাশা।