রাশিদুল ইসলাম : [২] বিশ্বের প্রথম সারির সেলিব্রেটিরা করোনা ভাইরাসের উদ্বৃত্ত টিকা দরিদ্র দেশগুলোকে দ্রুত দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী আগস্টের মধ্যে তাদের দানের শতকরা ২০ ভাগ টিকা সরবরাহ করতে। বিবিসি
[৩] এর পরিবর্তে যদি ধনী দেশগুলো একসঙ্গে বড় অংকের টিকা পাঠায় তাহলে মজুদকৃত টিকার অনেক বেশি নষ্ট ও অপচয় হবে। তার আগে অনেক মানুষ কোভিডে মারা যাবেন।
[৪] চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, ফুটবলার ডেভিড বেকহ্যাম, অভিনেতা অ্যান্ডি মারে, অলিভিয়া কোলম্যান, সঙ্গীতজ্ঞ লিয়াম পাইনে, রিয়েলিটি তারকা কেটি পেরি, মডেল ক্লাউডিয়া শিফার প্রমুখ।
[৫] এতে বলা হয়েছে, ইউনিসেফ সতর্কতা দিয়েছে। তারা জি-৭ভুক্ত দেশগুলোর প্রতি এখনই করোনা ভাইরাসের টিকা দান করার আহ্বান জানিয়েছে। ইউনিসেফের দাবি, সারা বছরই মসৃণ গতিতে এইসব টিকা গরিব দেশগুলোকে দান করে যাওয়া উচিত। একবারে পাঠানোর চেয়ে বার বার অল্প অল্প করে অব্যাহতভাবে পাঠানো হলে তাতে অধিক প্রাণ রক্ষা পাবে।