শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্র সন্তানের পর হ্যারি-মেগানের ঘরে এলো কন্যা শিশু, জানালেন প্রথা ভাঙ্গা এই দম্পতি

ডেস্ক রিপোর্ট : প্রিন্স হ্যারি ও মেগান মার্কল দম্পতির কোলে এল তাঁদের দ্বিতীয় সন্তান। দু’দিন আগে কন্যা সন্তানের জন্ম হলেও, আজ রবিবারই তা ঘোষণা করলেন তাঁরা। সূত্র- ওয়াল

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, শুক্রবার ক্যালিফোর্নিয়ায় শিশুকন্যার জন্ম দেন মেগান। তার নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর। লিলি এই দম্পতির দ্বিতীয় সন্তান। হ্যারি-মেগান জানান, শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে তাঁদের মেয়ে হয়েছে। মা ও মেয়ে দুজনেই ভাল আছে।

ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল ২০১৮ সালে বিয়ে করেন। ২০১৯ সালের মে মাসে প্রথম সন্তানের জন্ম দেন মেগান। সেই ছেলের নাম রাখা হয় আর্চি।

পরিবারের নিয়ম-কানুন, রক্ষণশীল মনোভাবের সঙ্গে দীর্ঘদিন মানিয়ে নিতে না পারায় গত বছরই রাজপরিবার থেকে বেরিয়ে আসেন তিনি ও প্রিন্স হ্যারি। প্রথমে কানাডায় থাকবেন বলে ভাবনাচিন্তা করলেও, পরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তাঁরা দুজনে ফের সংসার শুরু করেছেন। তার পরে বছর ঘুরতেই এল সুসংবাদ। তবে এই বিষয়ে রাজপরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

গত বছরেই জুলাই মাসে দ্বিতীয় সন্তান ধারণ করেছিলেন মেগান। কিন্তু দুর্ঘটনাবশত মিসক্যারেজ হয়ে যায় তাঁর। পরে তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন সেই অবসাদের দিনগুলোর কথা।

মেগান জানিয়েছিলেন আর্চিকে সামলাতে সামলাতেই এই দুর্ঘটনা ঘটে। তিনি লিখেছেন, “সকালে ছেলের ডায়পার বদলাচ্ছিলাম। হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে চলেছে। তখনই মাথায় আসে, হয়তো আমি দ্বিতীয় সন্তানকে হারিয়ে ফেলছি। আচমকা আর্চিকে কোলে নিয়েই আমি মাটিতে পড়ে যাই।”
মেগান আরও বলেন, “সন্তান হারানোর যন্ত্রণা আসলে বর্ণনা করা যায় না। কেউ মুখ খোলেন, কেউ সারাজীবন এই যন্ত্রণা বুকে চেপে রাখেন। আমি ও প্রিন্স দুজনেই ভেঙে পড়েছিলাম। তবে মন শক্ত করছিলাম আর্চির জন্য। তখনই আমরা জানতে পারলাম প্রতি ১০০ জনের মধ্যে ১০ থেকে ২০ জন মেয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন।”

এর পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জানা যায়, ফের মা হতে চলেছেন মেগান মার্কেল। কিছুদিনের মধ্যেই তাঁর এবং ব্রিটেনের রাজপুত্র হ্যারির পরিবারের সদস্য সংখ্যা ৩ থেকে বেড়ে ৪ হতে চলেছে। দাদা হতে চলেছে ব্রিটেনের ছোট্ট রাজপুত্র দেড় বছরের আর্চি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে, ভ্যালেন্টাইন্স ডে-তে সুখবর জানান সাসেক্সের ডিউক এবং ডাচেস। আজ কন্যাসন্তানের খবর পেল সারা বিশ্ব।

 

ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল এক সময়ের মার্কিন অভিনেত্রী। ১০১৮ সালে এই যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৯ সালের মে মাসে এক পুত্র সন্তানের জন্ম দেন মেগান। পরে তার নাম রাখা হয় আর্চি।

উল্লেখ্য, গত বছরের শুরুতে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হ্যারি ও মেগান। পরে গত জুলাইতে যুক্তরাষ্ট্রের তাদের দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়