শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব জা‌তীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট খেলার শুভ উ‌দ্ধোধন

মোঃ ইউসুফ মিয়া : [২] রাজবাড়ী‌তে লটারীর মাধ্য‌মে জেলা পর্যা‌য়ে জাতির পিতা শেখ মু‌জিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট বা‌লিকা(অনুর্ধ্ব ১৭) ২০২১এর খেলার শুভ উ‌দ্ধোধন করা হ‌য়ে‌ছে।

[৩] রোববার সকাল সা‌ড়ে ১০টায় জেলা প্রশাসন,‌জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অ‌ফি‌সের আ‌য়োজ‌নে রাজবাড়ী কাজী হেদা‌য়েত হো‌সেন ষ্টে‌ডিয়াম ফুটবল টুর্না‌মেন্ট খেলার শুভ উ‌দ্ধোধন ক‌রেন রাজবাড়ী ২ আস‌নের জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা জিল্লুল হা‌কিম এম‌পি ভার্চুয়ালী রাজবাড়ী জেলা পর্যা‌য়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্না‌মেন্ট খেলার শুভ উ‌দ্ধোধন ক‌রেন।

[৪] উ‌দ্ধোধনী অনুষ্ঠা‌নে প্রথ‌মে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, শা‌ন্তিরপ্র‌তিক পায়রা ও বেলুন উ‌ড়ি‌য়ে আনু‌ষ্ঠিকভা‌বে খেলার শুভ উ‌দ্ধোধন ক‌রা হ‌য়ে‌ছে।

[৫] ফুটবল টুর্না‌মেন্ট খেলার ১ম পর্যা‌য়ে রাজবাড়ী জেলার মোট ১২টি দ‌ল খেলায় অংশগ্রহণ কর‌বে। এ‌দের ম‌ধ্যে বালক ৬টি দল,ও বা‌লিকা ৬টি দলখেলায় অংশগ্রহন কর‌বে।আজ যে ৪টি দ‌লের খেলা হ‌য়ে‌ছে এর ম‌ধ্যে রাজবাড়ী পৌরসভার বা‌লিকা দল,০১ গো‌লে বিজয়ী হ‌য়ে‌ছে এবং বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা বা‌লিকা দলটি ০০ গো‌লে পরা‌জিত হয়।

[৬] অপর‌দি‌কে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা বালক দল‌টি ০২ গো‌লে বিজয়ী হ‌য়ে‌ছে, এবং কালুখা‌লি উপ‌জেলা দল‌টি ০০গো‌লে পরা‌জিত হ‌য়ে‌ছে। ফুটবল খেলার উ‌দ্ধোধনকা‌লে জেলা প্রশাসক,‌জেলা ক্রীড়া সংস্থার সভাপ‌তি দিলসাদ বেগ‌মের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি বক্তব্য রা‌খেন পু‌লিশ সুপার এম,এম শা‌কিলুজ্জামান,‌ জেলা প‌রিষদ চেয়ারম্যান বীরমু‌ক্তি‌যোদ্ধা ফকীর আব্দুল জব্বার বক্তব্য রা‌খেন।‌

[৭] এসময় উপ‌স্থিত ছি‌লেন জেলা সি‌ভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রা‌হিম টিটন,‌ জেলা গো‌য়েন্দা সংস্থার উপ প‌রিচালক মোঃ শরীফুল ইসলাম, পৌর মেয়র আলমগীর শেখ তি‌তিু,অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) ‌শেখ শরীফ উজ জামান,‌জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শ‌ফিকুল ইসলাম শ‌ফি,সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মোঃ সা‌য়েফ,সদর থানা অ‌ফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, জেলা ক্রীড়া অ‌ফিসার ফের‌দৌসী আক্তার বন্যাসহ প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়