শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে অভিবাসীদের নাম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

জহিরুল ইসলাম : [২] মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে অভিবাসীদের নাম নিবন্ধন ও ফিঙ্গার প্রিন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

[৩] প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আয়োজনে এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট’র (আইসিএমপিডি) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমদ।

[৪] এ সময় বক্তব্য রাখেন মো. ইকবাল হোসেন, ফাহিম ফেরদৌস, কেন্দ্রের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষক-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও বিদেশগামীরা।

[৫] এ ব্যাপারে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, এখন থেকে লক্ষ্মীপুরে সরকারি ফি হিসেবে জনপ্রতি ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে নাম নিবন্ধন ও ফিঙ্গার প্রিন্টের সুবিধা নিতে পারবে বিদেশগামীরা।

[৬] আইসিএমপিডি’র এমআরসি কাউন্সিলর (কুমিল্লা অঞ্চল) মো. ইকবাল হোসেন বলেন, দেশের বাইরে অবস্থানকারীরা লক্ষ্মীপুর থেকে নোয়াখালী ও ঢাকায় গিয়ে নাম নিবন্ধন ও ফিঙ্গার প্রিন্ট করতে হতো। এখন লক্ষ্মীপুরে সেই সুবিধা পাবেন তারা। এতে বিদেশগামীদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে।

[৭] প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বিদেশগামীদের নিরাপদে বিদেশে যাওয়া, বিনা ঝুঁকিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশের অর্থনীতি আরও তরান্বিত করতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়