শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে অভিবাসীদের নাম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

জহিরুল ইসলাম : [২] মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে অভিবাসীদের নাম নিবন্ধন ও ফিঙ্গার প্রিন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

[৩] প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আয়োজনে এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট’র (আইসিএমপিডি) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমদ।

[৪] এ সময় বক্তব্য রাখেন মো. ইকবাল হোসেন, ফাহিম ফেরদৌস, কেন্দ্রের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষক-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও বিদেশগামীরা।

[৫] এ ব্যাপারে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, এখন থেকে লক্ষ্মীপুরে সরকারি ফি হিসেবে জনপ্রতি ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে নাম নিবন্ধন ও ফিঙ্গার প্রিন্টের সুবিধা নিতে পারবে বিদেশগামীরা।

[৬] আইসিএমপিডি’র এমআরসি কাউন্সিলর (কুমিল্লা অঞ্চল) মো. ইকবাল হোসেন বলেন, দেশের বাইরে অবস্থানকারীরা লক্ষ্মীপুর থেকে নোয়াখালী ও ঢাকায় গিয়ে নাম নিবন্ধন ও ফিঙ্গার প্রিন্ট করতে হতো। এখন লক্ষ্মীপুরে সেই সুবিধা পাবেন তারা। এতে বিদেশগামীদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে।

[৭] প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বিদেশগামীদের নিরাপদে বিদেশে যাওয়া, বিনা ঝুঁকিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশের অর্থনীতি আরও তরান্বিত করতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়