শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ১২:২৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২১, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কম খরচে শিশুদের এনডিডি চিকিৎসার লক্ষ্যে ডিআরআরএ ও বিএসএমএমইউর চুক্তি

সালেহ্ বিপ্লব:  [২] দেশের প্রায় সব জেলাতেই বহু শিশু মস্তিস্কের বিকাশজনিত রোগে ( নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ-এনডিডি) আক্রান্ত।

[৩] শহরাঞ্চলে বসবাসকারী, স্বচ্ছল পরিবারের শিশুদের অভিভাবকরা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে পারলেও  গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল পরিবারের শিশুরা সে সুযোগ পায় না।  অধিকাংশ ক্ষেত্রেই সঠিক চিকিৎসাসেবা থেকে তারা বঞ্চিত হয়। আধুনিক ও বিজ্ঞানসম্মত পরামর্শটুকুও তাদের কাছে যথাসময়ে দ্রুতভাবে পৌঁছায় না। ফলে  এই সকল শিশুর অভিভাবকরা সচেতন হয়ে উঠতে পারেন না।

[৪]দূরদূরান্তের এনডিডি শিশু ও তাদের পরিবারের কথা চিন্তা করে ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)  সম্মিলিতভাবে টেলিমেডিসিন সেবা চালু করতে সম্মত হয়েছে।

[৫] শনিবার বেলা ১১টায় ইপনা সেমিনার হলে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইপনার পরিচালক  ও শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. শাহিন আক্তার এবং ডিআরআরএ’র পক্ষে নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। এই সময় উপস্থিত ছিলেন ইপনার একাডেমিক উপ-পরিচালক ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম, প্রশিক্ষণ সমন্বয়কারী ডাক্তার মাজাহারুল মান্নান, ডিআরআরএ’র অ্যাডভোকেসী ও কমিউনিকেশন উপদেষ্টা স্বপনা রেজা, প্রকল্প ব্যবস্থাপক তামজিদুল ইসলাম এবং অ্যাডভোকেসী ও কমিউনিকেশন অফিসার মারিয়া নাজনীন।

[৬] চুক্তির পর প্রথম দিনেই ঢাকার বাড্ডা, সাতক্ষীরার দেবভাটা ও চুয়াডাঙ্গার বেশ কজন এনডিডি শিশু টেলিমেডিসিন চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ইপনার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়