জাকারিয়া জাহিদ: [২] পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিন দৌলতপুর গ্রামের এক মাদরাসা শিক্ষক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তার নাম মো. আরিফ বিল্লাহ মুন্সি। তিনি মৌলভী আবু তাহের মুন্সির একমাত্র ছেলে। মো. আরিফ বিল্লাহ দৌলতপুর ছালেহিয়া ইসলামি আলিম মাদরাসায় শিক্ষক ছিলেন।
[৩] এলাকার বাসিন্দা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার (১ জুন )সকাল ১১.০০ টার সময় বাড়ির পুকুরে পানির মটার দিয়ে পানি উঠানোর সময় তারের সাথে পেচিয়ে পড়লে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
[৪] এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া বইছে। পাশাপাশি তিনি দৌলতপুর কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করতো।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ নাসির মাহমুদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী