শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হত্যার হুমকিসহ সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষায় সংবাদ সম্মেলন

মাসুদ আলম : [২] সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি মো. আব্দুল মান্নান সরকার বলেন, ২০১৯ সালের ১৭ মোহাম্মদপুর এলাকার রামচন্দ্রপুরের ৩২নং প্লটের পৌনে চার কাঠা জমি ক্রয় করে একটি টিনসেড বাড়ী নির্মাণ করে কেয়ারটেকার ও ভাড়াটিয়া নিযুক্ত করে ভোগ দখলে আছি।

[৩] তিনি আরও বলেন, সম্প্রতি ভুমিদুস্য মাহাবুব জাকির ওরফে জাকি এর নেতৃত্বে গত ৬ এপ্রিল দিবাগত রাতে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার প্লটে আসে। এরপর প্লটটি জোরপূর্বক অবৈধভাবে দখল করার জন্য কেয়ারটেকারসহ ভাড়াটিয়াদের প্লট খালি করে দেওয়ার জন্য সাশিয়ে যায়। অন্যথায় খুন জখমের মাধ্যমে প্লটটি দখল করা হবে বলে হুমকি দেয়। এর প্রেক্ষিতে গত ১০ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি জিডি করা হয়।

[৪] মান্নান বলেন, গত ২১ মে গভীর রাতে আবারও ওই ভুমিদস্যুর নেতৃত্বে সন্ত্রাসী মো. বিল্লাল হোসেনসহ ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় ওই সন্ত্রাসীরা ভাড়াটিয়ার ঘর থেকে টিভি, ফ্রিজ, স্বর্ণালংকারসহ নানা আসবাবপত্র লুট করে সাথে নিয়ে আসা দুটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। সে সময় কেয়ারটেকার ও ভাড়াটিয়াদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা মালামালসহ পালিয়ে যায়। বর্তমানে আমি আমার পরিবারসহ কেয়ারটেকার ও ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতার পাশাপাশি মানবেতর জীবন-যাপন করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়