শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেরোবি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ‘স্টুডেন্ট রাইটস ফোরাম’র আত্মপ্রকাশ

আফরোজা সরকার : [২] বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে আত্মপ্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরাম’।

[৩] এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহমুদ মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বাইজীদ আহম্মেদ রনি মনোনীত হয়েছেন।

[৪] সোমবার (৩১ মে) সকালে উপদেষ্টামন্ডলীর সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে এক বছরের জন্য ২০ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী পোমেল বড়ুয়া এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মোবাশ্বের আহমেদ।

[৫] এছাড়া কার্যনির্ববাহী সদস্য হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী অজয় কুমার অশোক ও গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান তন্বী মনোনিত হয়েছেন।

[৬] নব গঠিত সংগঠনটির সাধারণ সম্পাদক বাইজীদ আহম্মেদ রনি বলেন, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। আমরা আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অন্যান্য শিক্ষার্থী সংগঠনগুলির সাথে সহযোগীতামূলক সম্পর্ক উন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিনির্মাণে কাজ করব। আমরা বিশ্বাস করি সকলের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতে এ সংগঠনের নেতা কর্মীরা কাজ করে যাবেন।

[৭] সভাপতি মাহমুদ মিলন সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘স্টুডেন্ট রাইটস ফোরাম’ একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক সংগঠন হিসেবে কাজ করবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, বনায়ন, দক্ষতা উন্নয়নসহ নানা কার্যক্রম পরিচালিত করবে। এক কথায়, বেরোবির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবে ‘স্টুডেন্ট রাইটস ফোরাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়