শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রেরও বাঁক পরিবর্তন করলেন শাহনূর

ইমরুল শাহেদ: মডেল ও অভিনেত্রী শাহনূর বর্তমানে পরিচালক সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে কাজ করছেন। শুটিং চলছে এফডিসিতে। এ রিপোর্টারকে তিনি জানান, ২০১৩ সালে এই ছবিটির কিছু কাজ করেছিলেন। তারপর দীর্ঘদিন ছবিটির কাজ বন্ধ ছিল। এখন আবার সময়োপযোগী করে নতুনভাবে ছবিটির কাজ শুরু হয়েছে। এছাড়া তার হাতে বর্তমানে আরো ছয়টি ছবি রয়েছে। তিনি বলেন, তবে ছবিগুলোর কাজ থেমে থেমে হচ্ছে।

শাহনূর ক্যারিয়ার শুরু করেছেন ১৯৯৯ সালে। সেই হিসেবে তার ক্যারিয়ার ২২ বছরের। এই সময়ে তার মুক্তি পেয়েছে মাত্র ১৪টি ছবি। এর মধ্যে রয়েছে ফাঁসির আদেশ, জিদ্দি সন্তান, স্বপ্নের বাসর, হাজার বছর ধরে, মায়ের জন্য যুদ্ধ, শেষ যুদ্ধ, রাজধানী, নয়ন ভরা জল, প্রেম সংঘাত, কারাগার, সাহসী মানুষ চাই, লাভ স্টেশন, অপহরণ ও ইন্দুবালা। প্রেম প্রীতির বন্ধন ছবিতে তিনি মিশা সওদাগরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি রোমান্টিক নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। এখন কি তিনি ক্যারিয়ারের বাঁক পরিবর্তন করছেন? তিনি অকপটে বলেন, ‘আমার বয়স তো বাড়ছে। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যারিয়ারের বাঁকতো পরিবর্তন হবেই। আমার বিপরীতে কে থাকবেন, বা আমি একক চরিত্র করব কিনা তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।

এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। আমি কারো সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না।’ তিনি বলেন, ‘একবার চরিত্র পছন্দ হয়ে গেলে আমার আর বলার কিছু থাকে না। শুধু আপত্তি থাকে, শোনালো বা সম্মতি দেওয়া চরিত্রে কোনো পরিবর্তন আনা হলে।’ কিছুদিন আগেই ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ফাইনাল রাউন্ডের জন্য গঠিত তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ডে শাহনূরকেও রাখা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টার আমি কিছুই জানি না।’ এছাড়া শাহনূর বর্তমানে শিশুতোষ দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। তিনি অনুদানের জন্যও আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়