রাকিবুল রিফাত: [২] শুক্রবার রাতে দেশটির আদালত এ ঘোষণা দেন। যেখানে দেশটির আদালত কর্নেল আসিমি গোইতাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের আদেশ জারী করেন। আল জাজিরা
[৩] দেশটির বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা যায়, অন্তর্বতীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।
[৪] তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদাওয়ের পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদালত জানায়।
[৫] বিষয়টি মালির গণতান্ত্রিক প্রক্রিয়া আরোও জটিল করবে বলে জানায় দেশটির বিশ্লেষকরা। এর আগে আসিমি গোইতার নেতৃত্বেই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা। এরপর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। সম্পাদনা : রাশিদ