শোয়েব শোরবোনাম: কাজী নজরুল ইসলামের বিলাসবহুল গাড়ি ছিল ২ টি। একটা ক্রিসলার, ডাউন পেমেন্ট দিয়ে কিনছিলেন। আরেকটা অস্টিন। ৩২ মডেলের অস্টিন গাড়িটাই ছিল তার সবচেয়ে প্রিয়।
এই গাড়ির ড্রাইভারের নাম ছিল চণ্ডী। এটাতে চড়ে দুই ছেলে কাজী সব্যসাচী ও অনিরুদ্ধ কাজী স্কুলে যেতেন।
প্রথম গাড়িটা আছে ঢাকার একজন সংগ্রাহকের কাছে। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে কবির নাতনী মিস্টি কাজী কবির প্রিয় গাড়িটিতে ড্রাইভিং সীটে ভাব নিয়ে বসে আছেন।
#সর্বনাম
লেখাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া।