শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ বছর ধরে সাকিব এক নম্বর অলরাউন্ডার, এটা জোক না: মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: [২] প্রতি ম্যাচের আগে সাকিব আল হাসানের আলোচনায় থাকা স্বাভাবিক। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে শুক্রবার ২৮ মে মিরপুরে শেষ ম্যাচ খেলতে নামার আগেও বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো মাহমুদউল্লাহকে।

[৩] দুই ম্যাচে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। প্রথম ম্যাচে করেন ১৫ রান। আর সিরিজ জয়ের দিনে রানের খাতা না খুলেই বিদায় নেন ২২ গজ থেকে। এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ তিনবার ডাক মারলেন তিনি।

[৪] অবশ্য বল হাতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। দুই ম্যাচে তার শিকার তিন উইকেট। যদিও পুরোনো চেহারায় দেখা যাচ্ছে না বাঁহাতি স্পিনারকে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি হওয়ার হাতছানি সাকিবের সামনে। আর একটি উইকেট পেলেই পেছনে ফেলবেন মাশরাফি মুর্তজাকে। এখন দুজনেরই নামের পাশে ২৬৯টি উইকেট।

[৫] এমন দিনে সাকিব ঠিকই জ্বলে উঠবেন আশাবাদী মাহমুদউল্লাহর। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারকে নিয়ে কোনও সংশয় নেই তার, সাকিব নিয়ে বলার কিছু নেই। সে তার খেলা জানে, কখন কী করার প্রয়োজন ভালো করে বোঝে সে। একটা ছেলে ১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে, এটা কোনও জোক না।

[৬] ও জানে ওর ব্যাটিং কখন করতে হবে, কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে। হয়তো বা প্রথম ম্যাচে ভালো একটা শুরু করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি একদম নিশ্চিত যে, কালকের ম্যাচে ভালো ইনিংস খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়