শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ বছর ধরে সাকিব এক নম্বর অলরাউন্ডার, এটা জোক না: মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: [২] প্রতি ম্যাচের আগে সাকিব আল হাসানের আলোচনায় থাকা স্বাভাবিক। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে শুক্রবার ২৮ মে মিরপুরে শেষ ম্যাচ খেলতে নামার আগেও বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো মাহমুদউল্লাহকে।

[৩] দুই ম্যাচে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। প্রথম ম্যাচে করেন ১৫ রান। আর সিরিজ জয়ের দিনে রানের খাতা না খুলেই বিদায় নেন ২২ গজ থেকে। এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ তিনবার ডাক মারলেন তিনি।

[৪] অবশ্য বল হাতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। দুই ম্যাচে তার শিকার তিন উইকেট। যদিও পুরোনো চেহারায় দেখা যাচ্ছে না বাঁহাতি স্পিনারকে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি হওয়ার হাতছানি সাকিবের সামনে। আর একটি উইকেট পেলেই পেছনে ফেলবেন মাশরাফি মুর্তজাকে। এখন দুজনেরই নামের পাশে ২৬৯টি উইকেট।

[৫] এমন দিনে সাকিব ঠিকই জ্বলে উঠবেন আশাবাদী মাহমুদউল্লাহর। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারকে নিয়ে কোনও সংশয় নেই তার, সাকিব নিয়ে বলার কিছু নেই। সে তার খেলা জানে, কখন কী করার প্রয়োজন ভালো করে বোঝে সে। একটা ছেলে ১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে, এটা কোনও জোক না।

[৬] ও জানে ওর ব্যাটিং কখন করতে হবে, কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে। হয়তো বা প্রথম ম্যাচে ভালো একটা শুরু করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি একদম নিশ্চিত যে, কালকের ম্যাচে ভালো ইনিংস খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়