শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে প্রতারণার মামলায় মার্কেট মালিক গ্রেফতার

মোতাহার খান:[২] গাজীপুরের শ্রীপুরে প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের স্বত্বাধিকারী শাহ আলম ।মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের মাওনা চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার তাকেধ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মেলা বাজার এলাকার মৃত আশক আলীর ছেলে মো.কামরুজ্জামান খসরুর কাছে উপজেলার কেওয়া মৌজায় এস,৯৫৬, আর, এস-৫৯১নং খতিয়ানে এস, এ৭৮৭, আর, এস১৬৫১ নং দাগে ৩২.৫০ শভাংশ এবং মূলাইদ মৌজায় এস,এ১৭৮, আর, এস ১৯০নং খতিয়ানে এস, ৩৪০,আর, এস ১৮৯৭ নং দাগের ২,৫০ শভাংশ জমি মোট ৩৫ শভাংশ সম্পত্তি বিক্রি করবে বলিয়া জানায় শাহ আলম।

[৪] উভয়পক্ষের মাঝে আলোচনার মাধ্যমে জমির দাম ফয়সালা করে গত ৩০ জানুয়ারী ২০১৭ সালে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে ২৫ লক্ষ টাকা নগদ দিয়ে রেজিস্ট্রি বায়না করেন। নির্ধারিত মূল্যের অবশিষ্ট টাকা নিয়া জমি রেজিস্ট্রি করে দিতে বললে দেই দিচ্ছি করে টাল বাহানা করতে থাকে।

[৫] পরে ২৩ মে বায়নাকৃত টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দেব না বলিয়া জানায়।অভিযুক্ত শাহ আলম বিগত শ্রীপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন।তিনি প্রয়াত বিএনপি নেতা শহীদুল্লাহ শহীদের বড় ভাই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান এ বিষয়ে একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়