শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে প্রতারণার মামলায় মার্কেট মালিক গ্রেফতার

মোতাহার খান:[২] গাজীপুরের শ্রীপুরে প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের স্বত্বাধিকারী শাহ আলম ।মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের মাওনা চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার তাকেধ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মেলা বাজার এলাকার মৃত আশক আলীর ছেলে মো.কামরুজ্জামান খসরুর কাছে উপজেলার কেওয়া মৌজায় এস,৯৫৬, আর, এস-৫৯১নং খতিয়ানে এস, এ৭৮৭, আর, এস১৬৫১ নং দাগে ৩২.৫০ শভাংশ এবং মূলাইদ মৌজায় এস,এ১৭৮, আর, এস ১৯০নং খতিয়ানে এস, ৩৪০,আর, এস ১৮৯৭ নং দাগের ২,৫০ শভাংশ জমি মোট ৩৫ শভাংশ সম্পত্তি বিক্রি করবে বলিয়া জানায় শাহ আলম।

[৪] উভয়পক্ষের মাঝে আলোচনার মাধ্যমে জমির দাম ফয়সালা করে গত ৩০ জানুয়ারী ২০১৭ সালে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে ২৫ লক্ষ টাকা নগদ দিয়ে রেজিস্ট্রি বায়না করেন। নির্ধারিত মূল্যের অবশিষ্ট টাকা নিয়া জমি রেজিস্ট্রি করে দিতে বললে দেই দিচ্ছি করে টাল বাহানা করতে থাকে।

[৫] পরে ২৩ মে বায়নাকৃত টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দেব না বলিয়া জানায়।অভিযুক্ত শাহ আলম বিগত শ্রীপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন।তিনি প্রয়াত বিএনপি নেতা শহীদুল্লাহ শহীদের বড় ভাই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান এ বিষয়ে একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়