মিনহাজুল আবেদীন: [২] বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানী শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে শুভ বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব এর উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ একথা বলেন।
[৩] ড. হাছান মাহমুদ বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তির নামে মাঝে মাঝে যে অপশক্তির বিষবৃক্ষ ছড়ানোর চেষ্টা চালানো হয়। সেটি সব সময় সরকার মোকাবেলা করছে। ভবিষ্যতে এই ধরনের কোনও বিষবৃক্ষ, সম্প্রদায়িকতা বাধা সৃষ্টি করে তাদের দমন করা হবে। ডিবিসি
[৪] সম্প্রচারমন্ত্রী বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও মুসলমান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে। ধর্ম নিরপেক্ষতার অনেক অপব্যাখ্যা দেয়া হয়। ধর্মনিরপেক্ষতা মানে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। ফিলিস্তিনের রাষ্ট্রেও ধর্ম নিরপেক্ষতা হয়েছে, ইরাক রাষ্ট্রেও ধর্মনিরপেক্ষতা রয়েছে। বাংলানিউজ২৪
[৫] তিনি বলেন, যে চেতনার ভিত্তিতে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ রচনা করেছিলো, সেই চেতনার গায়ে কেউ যেন কালিমা লেপন করতে না পারে, সেই চেতনাকে কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাগোনিউজ
[৬] তিনি আরও বলেন, সব ধর্ম মানুষের কল্যাণ ও শান্তির কথা বলে। সুতরাং প্রত্যেকের ধর্ম পালনে সবাইকে আরও উৎসাহ ও সহযোগিতা করা উচিত। সম্পাদনা: রাশিদ