আব্দুম মুনিব : [২] শহরের মজমপুর রেলগেটে ব্যাটারি চালিত ইজি বাইকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শহরের মজমপুর রেল গেট সংলগ্নে একটি অটোরিক্সাতে হঠাৎ আগুন লাগে।
[৩] মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তবে অটো রিক্সাতে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
[৪] স্থানীয় সূত্রে জানা যায় ভাড়া চালিত অটো রিক্সা ভাড়ার উদ্দেশ্যে রওনা হলে মজমপুর গেটে পৌছামাত্র হঠাৎ করে ব্যাটারীতে আগুন লেগে দাও দাও করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে ব্যাটারি তারের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটতে পারে। সম্পাদনা: জেরিন আহমেদ