শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৯:৫৪ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কানদের ৩-০ তে হারাতে পারলে বাংলাদেশ উঠবে সুপার লিগের শীর্ষে

রাহুল রাজ :[২] ওয়ানডে সুপার লিগের টেবিল বলছে, মুখোমুখি লড়াইয়ে সুবিধা পাবে বাংলাদেশ। ঘরের মাঠে ক্যারিবীয়ও বধও আছে তাদের ঝুলিতে। বিপরীতে তারুণ্য ঠাসা লঙ্কারও পিঠ ঠেকে গেছে দেয়ালে। তারাও ওঁৎ পেতে আছে মারণ কামড় দিতে।

[৩]করোনায় নিকষ বিশ্বে অনেক কিছুর মতো ফিকে হয়েছিল ক্রিকেট রঙও, ফাকা গ্যালারির দুঃখ ঘোচেনি এখনো; তবে খেলা ফিরেছে মাঠে বহু আগেই। আর সেই করোনার অজুহাতে টাইগারদের মনে বেশ কষাঘাতই করেছিল সিংহরা।

[৪]রাবণ রাজ্যের গড়িমসি আর ছলচাতুরিতে করোনার ধকল কাটিয়ে ক্রিকেটে ফেরায় বাংলাদেশের দেরি হয়েছিল অনেকটা, অচলায়তন ভাঙে ওয়েস্ট ইন্ডিজের বাংলা সফরে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসে টিম টাইগার্স।

[৫]ওয়ানডেতে তামিম ইকবালের দলের কাছে পাত্তাই পায়নি ক্যারিবিয়ানরা, হোয়াইটওয়াশ হয়ে যায় অনায়াসে। ক্যাপ্টেন্সির পরীক্ষায় ঘরের মাঠে দারুণভাবে উতরে যান মিস্টার খান।

[৬]এই জয়ের পর যেনো পরাজয়ের খাদে ঢুকে যায় বাংলাদেশ, ঘরের মাঠে দুই টেস্ট হেরে হোয়াইটওয়াশ টাইগাররা, হারের পাল ওড়ে নিউজিল্যান্ডেও, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলে টানা ছয় হার।

[৭]এর মাঝেই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কানরা, সাক্ষাৎ ভরাডুবি যাকে বলে; কোনো মতেও মুখ রক্ষাও করতে পারেনি দিমুথ করুণারত্নের দল।

[৮]তবে ভারডুবির পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা, দুই টেস্টের একটাতে তুলে নিয়েছে দারুণ জয়। সিরিজটাও গিয়েছে ওদের কোর্টে।

[৯]বিপরীতে সব ফরম্যাট মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের দেখা পায়নি টিম টাইগার্স, সুখ স্মৃতি বলতে কেবল ঘরের মাঠে ওয়ানডেতে ক্যারিবীয় দস্যুদের কুপোকাত করা।

[১০]সেই স্মৃতির বাইরেও বাংলাদেশকে এগিয়ে রাখছে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল, যেখানে ছয়ে আছে বাংলাদেশ আর শুন্য পয়েন্ট নিয়ে বারোতে লঙ্কা, ওদের ঘরের মাঠে ধবল ধোলাই করলেই মিলবে ৩০ পয়েন্ট; আর তাতেই সবার ওপর উঠে যাবে বাংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়