মো. ইকবাল হোসেন: [২] চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৌরসভার উপজেলা রোডের আল মদিনা স্টোর নামের একটি দোকান থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মো: সাইফুউদ্দিন। সে পৌরসভার ভোয়ালিয়া পাড়ার ৭ নং ওয়ার্ডের মৃত মো: ইসহাকের ছেলে।
[৩]সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তিনি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে এবং নিজেও একজন সেবনকারী।
[৪] সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তার থেকে ৩১০ পিস ইয়াবা ও নগদ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।
[৫] তিনি আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর চট্টগ্রামে আদালতে প্রেরণ করা হয়েছে।