শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বার থানায় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

শাহিদুল ইসলাম :[২] দেবিদ্বারে দুই পরিবারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তফাজ্জল হোসেন নামে এক পুলিশের কনষ্টেবল প্রতিপক্ষের আব্দুল্লাহ বিন মামুন(১৭) নামে এক কিশোরের শাবল দিয়ে পায়ের গোড়ালী কেটে ফেলে।

[৩] আহত মামুনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটে গত ১২মে সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের বজলু মাষ্টারের বাড়িতে।সাইচাপাড়া গ্রামের মৃত; বজলুর রহমান’র পুত্র পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র সাথে ওই বাড়ির প্রতিবেশী প্রবাসী মামুনুর-রশীদ’র পুত্র আব্দুল্লাহ বিন মামুন’র সাথে জমীর সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল (খুন্তি) দিয়ে পায়ের গোড়ালিতে আঘাত করলে মারাত্মক আহত হন।

[৪] ওই ঘটনায় আজ সোমবার (১৭ মে) আহত আব্দুল্লাহ বিন মামুন’র মা’ কুলসুম আক্তার বাদী হয়ে পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন  দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] মামলার বাদী কুলসুম আক্তার জানান, পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র পিতা থেকে প্রায় ১২বছর পূর্বে আমার প্রবাসী স্বামী মামুনুর-রশীদ ৬ শতাংশ জমি ক্রয় করেন। ওই জায়গাতে বাড়ি তৈরী করে বসবাস করে আসছি। ঘটনার দিন বাড়ির সীমানায় আমার ছেলে মামুন গাছের পরিচর্যা এবং নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেয়ার সংবাদে ঢাকা ডিএমপিতে কর্মরত পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন অফিস থেকে ছুটি না নিয়েই বাড়িতে এসে আমার ছেলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

[৬] এক পর্যায়ে ঘর থেকে ধারালো একটি লোহার শাবল দিয়ে পিটিয়ে এবং এক পর্যায়ে পায়ের গোড়ালিতে শাবল দিয়ে এলোপাথারী আঘাতে হত্যার চেষ্টা করে এবং পালিয়ে যেয়ে ঢাকা ডিএমপির কর্মস্থলে যোগদান করেছে।অভিযুক্ত পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

[৭] এ ব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনায় কুলসুম আক্তার বাদী হয়ে তোফাজ্জল হোসেন নামে এক পুলিশ কনষ্টেবলের ধারালো অস্ত্রের আঘাতে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধিন, ওই কনষ্টেবল ছুটি না নিয়ে এলাকায় এসেছিল কিনা তদন্তের পরই সত্য-মিথ্যা বলা যাবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়