সুজন কৈরী :[২] ঢাকার আশুলিয়া ও রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে র্যাব-৪।
[৩] সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এবং শাহ্ আলীর দিয়াবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪ এর দুটি দল। আটকদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাকু, ২টি চাপাতি, ৪১০ পিস ইয়াবা এবং নগদ ৩ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বলে র্যাব।
[৪] এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের ইভটিজিং এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছিলো।
[৫] এছাড়াও এলাকায় কোনও অপরিচিত লোক গেলে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। এদের চলাফেরা ও গতি খুব দ্রুত। এরা কারও কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রীটি পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে দিয়ে দেয়। ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তারা সবসময় নিজেদের কাছে দেশিয় অস্ত্র রাখে। ছিনতাইকে কেন্দ্র করে এবং এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে প্রায় সময়ই এক গ্রুপ অন্য গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।