দিদারুল আলম:[২] চট্টগ্রামের আনোয়ারায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুাখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরও চারজন। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] উপজেলার পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে সোমবার (১৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিয়াউর রহমান (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পুরো পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
[৪] ফায়ারের ইনচার্জ দুলাল মিত্র জানান, তরকারিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জিয়াউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়।
[৫] ওই দুর্ঘটনায় দুই শিশু ও তাদের মা এবং সিএনজি চালক আহত হয়। তবে ঘটনার পর সিএনজি চালককে আর খুঁজে পাওয়া যায়নি। দুই শিশু ও তাদের মাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দুলাল মিত্র।সম্পাদনা:অনন্যা আফরিন