শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ্বংসস্তূপে র‌্যাপ গাওয়া ফিলিস্তিনি শিশুর ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের বর্বরোচিত বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। প্রতিদিন হতাহতের সংখ্যাও বাড়ছে। নিহতদের বড় অংশই নারী ও শিশু। ঈদের পোশাক পরা শিশুরাও বাদ যায়নি ইসরায়েলি বোমা থেকে। আরটিভি

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ শহর গাজা। অবরুদ্ধ এই উপত্যকাটিতে বেঁচে থাকার অভিজ্ঞতা নিয়ে র‌্যাপ গাইতে দেখা গেছে একটি ফিলিস্তিনি শিশুকে। ধ্বংসস্তূপের মধ্যেই গাওয়া তার গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে শেয়ার হওয়া একটি ভিডিওতে ৩১ হাজারের মতো লাইক পড়েছে। এছাড়াও বিভিন্ন পেজ ও ইউটিউবে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শিশুটির গানের প্রশংসা করে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখিয়েছে বহু নেটাগরিক। অনেকেই আক্ষেপ করে বলছেন, ‘এই শিশু আর ধ্বংস হওয়া বাড়িঘরগুলো যদি আমাদের হতো! তখন কী হতো, আমরা কী কল্পনা করতে পারি।’

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিযোগ করেছে হামাস। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় পূর্ণশক্তিতে হামলা অব্যাহত থাকবে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি। অপরদিকে ইসরায়েলে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাতদিন ধরে চলা এই লড়াই কখন শেষ হবে, তার কেউ জানে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে। গাজায় আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের একটি ১২তলা ভবন মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়